শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > রাজনীতি > সিলেটে চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিলেটে চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া মামলায় সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ ওরফে নিপুকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। গতকাল বুধবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

গত বছরের নভেম্বরে চাঁদাবাজির মামলায় হিরণকে গ্রেপ্তার করেছিল র‌্যাব।

গতকাল রাত আটটার দিকে সিলেট নগরের টিলাগড় এলাকা থেকে হিরণকে গ্রেপ্তার করা হয়।

খবরের সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) একেএম কামরুজ্জামান বলেন, হিরণের নামে সিলেটের বিভিন্ন থানায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগে ৬টি মামলা আছে। এর মধ্যে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তার হিরণ মাহমুদকে শাহ পরাণ থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

২০১১ সালে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি পঙ্কজ পুরকায়স্থকে বহিষ্কার করা হলে দলের জ্যেষ্ঠ সহসভাপতি হিরণ মাহমুদ ভারপ্রাপ্ত সভাপতি হন। ২০১৫ সালে সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে হিরণের নেতৃত্বে হামলার অভিযোগ ওঠার পর ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল।