শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > সিলেটে পুলিশের গাড়িতে শিবিরের হামলা, ভাঙচুর

সিলেটে পুলিশের গাড়িতে শিবিরের হামলা, ভাঙচুর

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, সিলেট ॥ জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন সকালে পুলিশের উপর হামলা চালিয়ে তাদের বহনকারী গাড়ি ভাঙচুর করেছে শিবিরকর্মীরা।

বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে নগরীর সুবিদবাজার লন্ডনী রোড ও শিবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টায় সুবিদবাজারে হরতালের সমর্থনে মিছিল করে রাস্তায় টায়ার পুড়িয়ে পিকেটিংয়ের চেষ্টা করে শিবিরকর্মীরা।

এসময় সেখানে একটি টইল পুলিশের গাড়ি গেলে শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। এতে গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে সকাল সাতটার দিকে নগরীর শিবগঞ্জ এলাকায় হরতাল সমর্থকদের মিছিল থেকে আরেকটি টইল পুলিশ দলের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায় হরতাল সমর্থকরা।

সকাল ৮টার দিকে শাহপরাণ এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছে জামায়াত-শিবির কর্মীরা। এসময় কিছুক্ষণের জন্য তারা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রাখে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

একই সময় নগরীর দক্ষিণ সুরমা এলাকায় শিবিরকর্মীরা মিছিল করে পিকেটিংয়ের চেষ্টা করে বলে জানা গেছে। তবে পুলিশের সতর্ক অবস্থানের কারণে তারা পালিয়ে যায়।

নগর ঘুরে দেখা যায়, বৃহস্পতিবার সকাল থেকেই নগরীতে বিচ্ছিন্নভাবে কিছু রিকশা ও অটোরিকশা চলাচল করলেও ভারী যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে বিপণী বিতান। ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন।

এদিকে, হরতালে নাশকতা এড়াতে নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া শহরজুড়ে অব্যাহত রয়েছে বিজিবি ও র্যা বের টহল।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা ও উপ-পুলিশ কমিশনার আইয়ুব জানান, নাশকতা এড়াতে মহানগরীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্পর্শকাতর ও জনগুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।