বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > খেলা > সিলেট স্টেডিয়ামকে জমি ছাড়তে এনটিসি’র গড়িমসি

সিলেট স্টেডিয়ামকে জমি ছাড়তে এনটিসি’র গড়িমসি

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ সিলেট বিভাগীয় স্টেডিয়ামকে জমি ছাড়তে গড়িমসি করছে ন্যাশনাল টি কোম্পানি-এনটিসি। অর্থমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা এনটিসি’র এমডি জিয়াউল আহসানসহ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেও জমি ছাড় দিতে ইতিবাচক কোন সাড়া নেই। এ কারণে আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়াটি ঝুলে গেল। আর এ খবরে সিলেটের ক্রীড়ামোদীদের মধ্যে ােভ বিরাজ করছে। তবে, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল জানিয়েছেন, তারা আশাবাদী। আগামী ২-৩ দিনের মধ্যে এ বিষয়টি নিয়ে ফয়সালা হবে। সিলেট বিভাগীয় স্টেডিয়ামকে আসন্ন ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে এই মুহূর্তে প্রায় ৮৭ কোটি টাকার কাজ চলছে। প্রস্তুতি নিয়ে সরকারের ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সিলেট বিভাগীয় ক্রীড়া সমিতিসহ সংশ্লিষ্টরা মহা ব্যস্ত। একই সঙ্গে আইসিসি’র মর্জি ফেরাতে খুব দ্রুত গতিতে চালানো হচ্ছে কাজ। স্টেডিয়ামের মূল অংশে কাজ চলার পাশাপাশি নতুনভাবে নির্মিত এই স্টেডিয়ামের রাস্তা, পার্কিংসহ আরও নানা কাজে জমি প্রয়োজন। এ কারণে জমি অধিগ্রহণের জন্য ভরসা এখন পাশের লাক্কাতোড়া চা বাগান। এই বাগানের জমি অধিগ্রহণ করে আপাতত বিশ্বকাপ ভেন্যুর জন্য স্টেডিয়ামকে প্রস্তুত রাখতে হবে। এজন্য সিলেট জেলা ক্রীড়া সংস্থা বাগানের পরিত্যক্ত থাকা ভূমি স্টেডিয়ামের জন্য বরাদ্দ চেয়েছে। ক্রীড়া সংস্থার সূত্র জানিয়েছে, রাস্তা, পার্কিং, আউট ফিল্ডের জন্য জমি প্রয়োজন। এর জন্য অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা ১৪ এক ভূমি স্টেডিয়ামের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। একই সঙ্গে মূল রাস্তাকে প্রশস্ত করতে শুধু রাস্তার জন্য আরও ৫২ শতক জমি ছাড় দেয়ারও আবেদন জানানো হয়। এই আবেদনের প্রেেিত সোমবার রাতে সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, ক্রীড়া সচিব নূর মোহাম্মদ, সিলেটের বিভাগীয় কমিশনার ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি এনএম জিয়াউল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এনটিসি’র এমডি জিয়াউল আহসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের আগে অবশ্য সিলেট বিভাগীয় স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানিয়েছিলেন জমি অধিগ্রহণের ব্যাপারে আজই (গতকাল) চূড়ান্ত সিদ্ধান্ত হবে। কিন্তু রাতের বৈঠকে মন্ত্রীরা জমি চাইলেও এনটিসি’র প থেকে কোনো স্পষ্ট জবাব দেয়া হয়নি। বৈঠকের এনটিসি’র কর্মকর্তারা জানান, এ নিয়ে তাদের বোর্ড বৈঠকে সিদ্ধান্ত হবে। এরপর জমি দিতে হবে। ওদিকে, স্টেডিয়ামের কাজ এখনই শুরু না করলে নির্ধারিত সময়ে কাজ শেষ করা যাবে না। সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল আরও জানান, জমি খুব দ্রুত প্রয়োজন। এজন্য অব্যবহৃত অবস্থায় থাকা জমি রাস্তার জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। আর এ ব্যাপারে সিদ্ধান্ত পেতে এনটিসি’র সঙ্গে বার বার যোগাযোগ করা হচ্ছে বলে জানান তিনি।