শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশীর মৃত্যু

সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশীর মৃত্যু

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: সাতক্ষীরার বৈকারি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফএর নির্যাতনে আহাদ আলি নামে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে ।
রোববার ভোরে ভারতীয় গরু কিনে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে আসার সময় বিএসএফএর কৈজুরি ক্যাম্প সদস্যরা তাকে ধরে নৃশংসভাবে পিটিয়ে নির্যাতন করে। পরে তার সঙ্গীরা তাকে নিয়ে আসে বাংলাদেশে। বাড়িতে আনার কিছু সময় পর মারা যান তিনি।
নিহত আহাদ আলি (৫০) সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের উজির আলির ছেলে।
বিজিবি ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
ঝাউডাঙ্গা ইউপি সদস্য ছয়ঘরিয়া গ্রামের ফজলুর রহমান জানান, আহাদ আলি প্রতিদিনের মতো শনিবারও ভারতে গরু কিনতে যান। ফিরে আসার সময় বৈকারির বিপরীতে কৈজুরি বিএসএফএর সদস্যরা তাকে ধরে নির্মমভাবে মারপিট করে। সঙ্গীরা তাকে বাড়িতে আনার পরই মারা যান তিনি। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডেস্ক