মঙ্গলবার , ১৬ই এপ্রিল, ২০২৪ , ৩রা বৈশাখ, ১৪৩১ , ৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > সেনাবাহিনীর বিরুদ্ধে মুরসিকে অপহরণের অভিযোগ

সেনাবাহিনীর বিরুদ্ধে মুরসিকে অপহরণের অভিযোগ

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥ মিশরের উৎখাত হওয়া প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পরিবারের সদস্যরা সেনাবাহিনীদের বিরুদ্ধে তাকে অপহরণের অভিযোগ এনেছেন। মুরসির কন্যা শাইমা কায়রোতে গতকাল এক সংবাদ সম্মেলনে বলেছেন, পরিবারের প থেকে এখন সামরিক বাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। গত ৩রা জুলাই সামরিক বাহিনীর হাতে উৎখাত হওয়ার পর থেকেই মুরসিকে কোন অভিযোগ ছাড়া অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছে। তার পরিবারের প থেকে বলা হয়েছে মুরসির সুরা এবং নিরাপত্তার দায়িত্ব সেনাবাহিনীকেই নিতে হবে। মুরসি মতাচ্যুত হওয়ার পর এবারই প্রথম তার পরিবারের প থেকে এ বিবৃতি দেয়া হলো।  মুরসির এক ছেলে ওসামা বলেছেন, এখানে যা ঘটছে সেটা মানবাধিকার লঙ্ঘনেরই শামিল। আর পৃথিবীর দৃষ্টিতে একে কেলেঙ্কারি হিসেবেই দেখা হচ্ছে। তিনি সামরিক বাহিনীর হাতে মুরসরি এ আটকাবস্তাকে ‘অপহরণ’ বলেই উল্লেখ করেন। তিনি উৎখাতের পর থেকেই পরিবারের সঙ্গে তার কোন যোগাযোগ নেই বলে ওসামা উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ মুরসির মুক্তি দাবি করলেও মিশরের অন্তর্র্বতী সরকারের প থেকে বলা হয়েছে তিনি নিরাপদেই রয়েছেন।