বুধবার , ১৭ই এপ্রিল, ২০২৪ , ৪ঠা বৈশাখ, ১৪৩১ , ৭ই শাওয়াল, ১৪৪৫

হোম > বিনোদন > সেরা অভিনেতা অক্ষয় কুমার

সেরা অভিনেতা অক্ষয় কুমার

শেয়ার করুন

বিনোদন ডেস্ক ॥

জাতীয় পুরস্কার। শ্রেষ্ঠত্বের শিরোপা। যার দিকে তাকিয়ে থাকে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি। শুক্রবার (৭ এপ্রিল) সকালে ঘোষণা করা হয়েছে ৬৪তম জাতীয় পুরস্কারের তালিকা। সেখানে বাংলার জয়জয়কার।

সেরা বাংলা ছবির পুরস্কার পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘বিসর্জন’। ‘প্রাক্তন’ ছবির ‘তুমি যাকে ভালবাসো’ গানটির জন্য সেরা গায়িকা প্লেব্যাকের অ্যাওয়ার্ড পাচ্ছেন ইমন চক্রবর্তী। অন্যদিকে ‘রুস্তম’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার ঘরে তুলছেন অক্ষয় কুমার। সেরা ছোটদের ছবি ‘ধনক’।

এক নজরে ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের তালিকা
* সেরা বাংলা ছবি: বিসর্জন
* সেরা নারী প্লেব্যাক গায়িকা: ইমন চক্রবর্তী (তুমি যাকে ভালবাস)
* সেরা অভিনেতা: অক্ষয় কুমার (রুস্তম)
* সেরা অভিনেত্রী: সুরভি সিএম (মিন্নামিনুনগে)
* সেরা ছবি: কসাব
* সেরা পরিচালক: রাজেশ মাপুষ্কর (ভেন্টিলেটর)
* সোশ্যাল ইস্যুর ওপর সেরা ছবি: ‘পিঙ্ক’
* সেরা সহ অভিনেতা: মনোজ যোশী (দশক্রিয়া)
* সেরা সহ অভিনেত্রী: জারিনী ওয়াসিম (দঙ্গল)
* পরিবেশ সচেতনতার ওপর তৈরি সেরা ছবি: ‘দ্য টাইগার হু ক্রসড দ্য লাইন’
* সেরা হিন্দি ফিচার ছবি: ‘নীরজা’