শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > সেরেনার শিরোপা রেকর্ড

সেরেনার শিরোপা রেকর্ড

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ মাত্র গত সপ্তাহে ৩১ বছরের সেরেনা উইলিয়ামস বলেছিলেন, টেনিস কোর্টে আগের চেয়েও বেশি মজা পাচ্ছেন। আর এবারের রজার্স কাপ আসর শেষে দেখালেন ফলটা। কানাডার মন্ট্রিয়লে এবারের রজার্স কাপ জিতে নিয়ে সেরেনা পূর্ণ করলেন ক্যারিয়ারে ৫৪তম শিরোপা।  রোববার ফাইনালে দুর্দান্ত সেরেনার সামনে আদতে লড়াই দেখাতে ব্যর্থ হন রোমানিয়ান তারকা সোরানা ক্রিস্টিয়া। একপেশে ফাইনালে সেরেনা ট্রফি জেতেন ৬-২ ও ৬-০ গেমে। এতে এটি রজার্স কাপে সেরেনার তৃতীয় শিরোপা। চলতি বছর অপ্রতিরোধ্য সেরেনা উইলিয়ামস এ নিয়ে জিতলেন আটটি শিরোপা। এতে সেরেনা গড়লেন আলাদা রেকর্ডও। ক্যারিয়ার অর্জনে মেয়েদের টেনিসে পাঁচ নম্বরে উঠে এলেন সেরেনা। এতে সেরেনা ছাড়িয়ে গেলেন সাবেক যুগোস্লোভিয়ান তারকা ৫৩ শিরোপার মনিকা সেলেসকে। মেয়েদের টেনিসে সেরেনার চেয়ে বেশি শিরোপা রয়েছে কেবল মার্টিনা নাভ্রাতিলোভা, ক্রিস এভার্ট, স্টেফি গ্রাফ ও লিন্ডসে ডেভেনপোর্টের । রোববার ফাইনাল শেষে সেরেনা উইলিয়ামস বলেন- টেনিস কোর্টে কিছুই নিশ্চিত নয়। এতে চাপ ছিল। তবে ভালয় ভালয় শেষ করতে পেরে আমি খুশি। ২৩ বছরের সোরানা ক্রিস্টিয়া এবারের রজার্স কাপে দেখান তার ‘জায়ান্ট কিলার’ চেহারা। এ নিয়ে সেরেনার ছিল আলাদা সতর্কতা। বলেন, আসরে দুই সাবেক নাম্বার ওয়ান খেলোয়াড়কে হারিয়ে ফাইনালের যোগ্যতা দেখায় সে (সোরানা)। তবে আমি তার তৃতীয় শিকার হতে চাইনি। নিজের কোচিং স্টাফদেরও সেরেনা শোনান ভিন্ন কথা। বলেন- আমি আমার টিমকে ধন্যবাদ দিতে চাই। জানি, আমার সঙ্গে কাজ করায় আলাদা ধকল থাকে।