বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > সারাদেশ > সৈয়দা জোহুরা তাজউদ্দীন, মরিয়ম হেলাল ভলিবল টুর্ণামেন্টের ২য় সেমি ফাইনাল অনুষ্ঠিত

সৈয়দা জোহুরা তাজউদ্দীন, মরিয়ম হেলাল ভলিবল টুর্ণামেন্টের ২য় সেমি ফাইনাল অনুষ্ঠিত

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কাপাসিয়া উপজেলার মরিয়ম ফাউন্ডেশনের আয়োজনে সৈয়দা জোহুরা তাজউদ্দীন, মরিয়ম হেলাল ভলিবল টুর্ণামেন্টের ২য় সেমি ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় কালিয়াকৈর রতনপুর ভবিবল একাদশ (৫১ পয়েন্ট) কে হারিয়ে কাপাসিয়ার কামারগাঁও বাহর সরকার বাড়ী ভবিবল একাদশ (৮০ পয়েন্ট) ফাইনালে উঠেছে। খেলায় মোট পয়েন্ট ছিল ৮০।


শুক্রবার (১২ জানুয়ারি) বিকালে কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও মরিয়ম ভিলেজের আনোয়ারা সাঈদ খেলার মাঠে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় উদ্বোধক ছিলেন, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর নজিব আহমেদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন মোল্লা।
টুর্ণামেন্ট কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল হক চৌধুরী (আইয়ুব)’র সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, মরিয়ম ফাউন্ডেশনের কর্ণাধার বিশিষ্ট শিল্পপতি আলম আহমেদ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত, গাজীপুর জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আব্দুর রশিদ সরকার, কাপাসিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ ছানাউল্লাহ, কাপাসিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আইন উদ্দিন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল আলম (বাবলু), উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান চৌধুরী (আঙ্গুর), এ্যাড. মুরাদ আহমেদ চৌধুরী, কৃষকলীগ নেতা জানে আলম কনক, আনিছুর রহমান প্রমুখ।