শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > সোবহানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ২৫ সেপ্টেম্বর

সোবহানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ২৫ সেপ্টেম্বর

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াত নেতা মাওলানা আবদুস সোবহানের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন আগামী ২৫ সেপ্টেম্বর দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সোমবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

সোবহানের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন এদিন জমা দেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন।

গত ৩০ সেপ্টেম্বর সোবহানকে মানবতাবিরোধী অপরাধে আটক দেখিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেয় টাইব্যুনাল। ১ অক্টোবর মাওলানা আব্দুস সোবহানের পক্ষে করা জামিন আবেদন খারিজ করে দিয়ে একই সঙ্গে ৪ নভেম্বর তার বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

২০১২ সালের ২৩ সেপ্টেম্বর প্রসিকিউশন মাওলানা সোবহানকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

এর আগে ২০ সেপ্টেম্বর আব্দুস সোবহানকে একটি মামলায় বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা থেকে গ্রেপ্তার করে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ।