শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > সোমবার যানজটের আশঙ্কা করছেন যোগাযোগমন্ত্রী

সোমবার যানজটের আশঙ্কা করছেন যোগাযোগমন্ত্রী

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: হরতালের কারণে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফেরার পথে মানুষ সোমবার যানজটে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

যানজট এড়াতে ও কর্মস্থলে ফেরা মানুষদের ভোগান্তি দূর করতে রোববার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সভার প্রাক্কালে তিনি এ আশঙ্কার কথা জানান।

‘এখনও দুঃশ্চিন্তা শেষ হয়নি’ উল্লেখ করে তিনি বলেন, ‘সামনে হরতাল রয়েছে। কিন্তু, কর্মস্থলে ফেরা মানুষের বাকি রয়েছে।‘

আগামী ১৩ ও ১৪ আগস্ট হরতাল রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সে কারণে আগামীকাল সোমবারই সবাইকে কর্মস্থলে ফিরতে হবে। এদিন যানজট সৃষ্টির আশঙ্কা রয়েছে। কীভাবে এ যানজট মোকাবেলা করে স্বস্তির সঙ্গে কর্মস্থলে ফেরার ব্যবস্থা করা যায়, তা নিয়ে আমরা সভা করবো।‘

যোগাযোগমন্ত্রী বলেন, ‘এবার ঈদে ঘরমুখি মানুষদের শতভাগ স্বস্তি দিতে পেরেছি, তা আমি বলবো না। তবে গতবারের চেয়ে স্বস্তির পরিমাণ বেশি ছিল।’

মন্ত্রী আরো বলেন, ‘সড়ক বিভাগ, হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় সহনীয় পর্যায়ে মানুষ বাড়ি যেতে পেরেছেন। মিডিয়ার কারণে তাৎক্ষণিকভাবে সড়কের অবস্থা জানতে পারায় সমস্যা সমাধান করা গেছে।’

এ জন্য তিনি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।