শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > সোমালিয়ায় বোমায় নিহত ১৫, বেঁচে গেছেন নতুন সেনাপ্রধান

সোমালিয়ায় বোমায় নিহত ১৫, বেঁচে গেছেন নতুন সেনাপ্রধান

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাইরে এক বোমা হামলায় ১৫ জন নিহত হয়েছেন। এই হামলা থেকে বেঁচে গেছেন দেশটির নতুন সেনাবাহিনী প্রধান।

নতুন সেনাপ্রধান হিসাবে সম্প্রতি নিয়োগ পাওয়া জেনারেল মোহামেদ আহমেদ জামেল  রোববার জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন। এসময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাইরে বোমার বিস্ফোরণ ঘটে। এটিকে আত্মঘাতী গাড়িবোমা হামলা বলে ধারণা করা হচ্ছে।

বিস্ফোরণে একটি যাত্রীবাহী মিনিবাসও ধ্বংস হয়ে যায়। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবরে জানানো হয়।

নিহতদের মধ্যে কয়েকজন সৈনিকও রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তবে সেনাপ্রধান বেঁচে গেছেন।

সশস্ত্র জঙ্গি গ্রুপ আল-শাবাব এই হামলার দায় স্বীকার করেছে।

সূত্র: আল-জাজিরা