শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > ভ্যারাইটিজ > সৌন্দর্য দেখে বিয়ে করার পরিণতি!

সৌন্দর্য দেখে বিয়ে করার পরিণতি!

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
সম্পদ ও সৌন্দর্যের স্থায়ীকাল বেশি নয়। সম্পদ এক রাতেই বিশ্বাসঘাতকতা করতে পারে। সৌন্দর্য এক অসুস্থতায় শেষ হয়ে যেতে পারে। কিছু রোসু আছে যার পরে রূপ আর ফিরে আসে না। চোখ গলে গেলো, বসন্ত হলো কিন্তু দাগ গেলো না। বা এই জাতীয় কোনো রোসু । যখন বিয়ের উদ্দেশ্য ছিলো সম্পদ ও সৌন্দর্য এবং তা শেষ হয়ে গেলো। তখন সমস্ত ভালোবাসা যার ভিত্তি সম্পদ ও সৌন্দর্য তাও শেষ হয়ে যাবে। অতপর স্বামী-স্ত্রী একজন অপরজনের দৃষ্টিতে ঘৃণা এবং ক্রোদের কারণ হবে। শেষ পর্যন্ত সম্পর্ক টিকানো কঠিন হয়ে যায়। যদি সম্পদ ও সৌন্দর্য অবশিষ্ট থাকে তবুও অধার্মিক ব্যক্তির না চরিত্র ঠিক থাকে।
না কাজ ও লেনদেন ঠিক থাকে। তার কথার কোনো ভিত্তি নেই। কেননা তার কোনো কাজ ভারসাম্যপূর্ণ নয়। বন্ধুত্বের কোনো সীমা থাকে না। শত্রুতারও কোনো সীমা থাকে না। চরিত্রহীনতা, অসৎ লেনদেন, অসৎ কাজ, স্বার্থপরতা, অধিকার হরণ ইত্যাদি মন্দ স্বভাব যা ঘৃণা সৃষ্টি করে সারাদিন যদি তার মুখোমুখি হতে হয় তাহলে তাদের মধ্যে ভালোবাসা কতোদিন টিকবে। পরস্পরের মধ্যে অসন্তোষে, অনৈক্য ও হিংসা-বিদ্বেষ শুরু হবে। এমনকি বিয়ের সব কল্যাণ ও উপকার নষ্ট হবে। [ইসলাহে ইনকিলাব।]