শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > সারাদেশ > স্কাউটসদের মনে-প্রাণে মানুষকে সেবা করার প্রবৃদ্ধি তৈরি হয়: চুমকি এমপি

স্কাউটসদের মনে-প্রাণে মানুষকে সেবা করার প্রবৃদ্ধি তৈরি হয়: চুমকি এমপি

শেয়ার করুন

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, যারা স্কাউটসের সাথে সম্পৃক্ত তারা সুভাগ্যবান। তারা জঙ্গিবাদ ও মাদকের সাথে জড়িত হতে পারে না। দেশের দু:সময় ও পরিবারের দুর্দিনে কিভাবে তা মোকাবেলা করবে স্কাউটসের মাধ্যমে তারা শিক্ষা নিয়ে থাকে। অন্যায় থেকে নিজেকে মুক্ত করে চলা শিখে তারা। স্কাউটসের সাথে জড়িত হয়ে মানুষের উপকারে যারা তাদের পাশে থাকে, তাদের মানব জীবন ধন্য। তাদের মনে-প্রাণে মানুষকে সেবা করার প্রবৃদ্ধি তৈরি হয়।
মেহের আফরোজ চুমকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগমের উপস্থাপনায় কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন ইউএনও ও সভাপতি বাংলাদেশ স্কাউটস কালীগঞ্জ উপজেলা খন্দকার মু. মুশফিকুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, জেলা স্কাউটসের সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা স্কাউটসের কমিশনার অহিদুর রহমান,কমিশনার কালীগঞ্জ স্কাউটস তাপস কুমার, সম্পাদক কালীগঞ্জ স্কাউটস মো. আমিনুল ইসলাম, শিক্ষক রমজান আলী প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের সহকারী পরিচালক আবু সাঈদ, জেলা স্কাউটস যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, সহকারী কমিশনার মো. খলিলুর রহমান, জেলা স্কাউটস সদস্য আমিনুল ইসলাম, ওসি মো. আবু বকর মিয়া, এসিল্যান্ড মো. সোহাগ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার প্রমুখ।