শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > স্কুল ফুটবলে ইসলামী ব্যাংকের চার কোটি টাকা

স্কুল ফুটবলে ইসলামী ব্যাংকের চার কোটি টাকা

শেয়ার করুন

স্পোর্টস রিপোর্টার ॥ স্কুল ফুটবল প্রতিযোগিতার জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ চার কোটি টাকা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। আগামী অক্টোবর-এর শেষ সপ্তাহ থেকে জাতীয় স্কুল ফুটবল প্রতিযোগিতা ২০১৩-১৪ এর খেলা শুরু হবে। উক্ত প্রতিযোগিতার চুক্তি স্বার উপলে গতকাল বৃহস্পতিবার বিকালে ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বাফুফের পে সভাপতি কাজী মো. সালাহউদ্দিন এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ-এর পে ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান চুক্তি স্বার করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাফুফে’র সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, সহ-সভাপতি ও কম্পিটিশন্স কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল এবং সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ। ইসলামী ব্যাংক লিঃ-এর পে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো: ইস্কান্দর আলী খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. নুরুল ইসলাম, হাবিবুর রহমান ভূঁইয়া, মো. মাহবুব-উল আলম, ইভিপি নজিবুর রহমান ও আতাউর রহমান।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ-এর আর্থিক সহায়তায় ২০১২ সালে সারা দেশব্যাপী জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্ট সফলভাবে সমাপ্ত হয়। টুর্নামেন্টে প্রথমে প্রতি উপজেলায় ১০টি স্কুল অংশগ্রহণ করে। সেখান থেকে উপজেলা চ্যাম্পিয়ন দলটি জেলায় খেলার যোগ্যতা অর্জন করে।
প্রতি বিভাগের চ্যাম্পিয়ন ও রানার-আপ দল চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে। ঢাকা মহানগরীর দুটি দল নিয়ে মোট ১৬টি দল চূড়ান্ত পর্বে খেলে। চূড়ান্ত পর্যায়ে নারায়ণগঞ্জ রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার কাটিরহাট উচ্চ বিদ্যালয় রানারআপ হওয়ার যোগ্যতা অর্জন করে। চ্যাম্পিয়ন দল ১০.০০ লাখ টাকা এবং রানার-আপ দলকে ৫.০০ লাখ টাকা প্রাইজমানি দেয়া হয়। এছাড়া, চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি প্রদান করা হয়।