মঙ্গলবার , ১৬ই এপ্রিল, ২০২৪ , ৩রা বৈশাখ, ১৪৩১ , ৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > স্নোডেনের পাশে অ্যাসাঞ্জের প্রাক্তন বান্ধবী

স্নোডেনের পাশে অ্যাসাঞ্জের প্রাক্তন বান্ধবী

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥ এডওয়ার্ড স্নোডেন এখন আর একা নন। প্রবাসেজীবনে তাঁর পাশে রয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের প্রাক্তন বান্ধবী সারা হ্যারিসন।
অ্যাসাঞ্জ লন্ডনে ইকুয়েডরের দূতাবাসের আশ্রয়ে আছেন ।আমেরিকা তাঁর বিরুদ্ধে গোপন তথ্য ফাঁস-সহ একাধিক অভিযোগ এনেছিল ।
তাঁরই পথ অনুসরন করে আমেরিকার গোয়েন্দা সংস্থা এনএসএ-র গোপন তথ্য ফাঁস করেছেন এনএসএ’রই প্রাক্তন কর্মী স্নোডেন।
এরপর আমেরিকার ‘মোস্ট ওয়ান্টেড’ হিসেবে উঠে আসে তাঁর নাম। হংকংয়ে আশ্রয় নেন তিনি গ্রেফতারি এড়াতে । সেখান থেকে এসেছেন মস্কোতে। স্নোডেন বিমানবন্দরের ট্রানজিটের একটি হোটেলেই আটকে রয়েছেন । সেখানেই তাঁর সঙ্গে রয়েছেন সারা।
সারার সঙ্গে বেশ ক’বছর আগে লন্ডনে আলাপ হয় অ্যাসাঞ্জের। বছর একত্রিশের সারা ব্রিটেনের ইস্ট সাসেক্সের বাসিন্দা । তার পরই প্রেম। এই সারাই অ্যাসাঞ্জের প্রত্যর্পণ ও অভিবাসন নিয়ে আইনি জটিলতা সামলেছেন ।
সেই অভিজ্ঞতা দিয়ে যাতে স্নোডেনকেও সাহায্য করতে পারেন সারা, সে জন্যই তাঁর কাছে সারাকে পাঠিয়েছেন অ্যাসাঞ্জ।