শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬০

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬০

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥ স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে উল্টে গেলে ৬০ জন নিহত ও কমপে ১৩১ জন আহত হয়েছে। বুধবার দেশটির গ্যালিসিয়া অঞ্চলে এই দুর্ঘটনাটি ঘটে।
এটিকে স্পেনে গত চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা বলে অভিহিত করা হচ্ছে।

যাত্রীবাহী ট্রেনটি মাদ্রিদ থেকে ফিরোলের দিকে যাচ্ছিল। তবে সানতিয়াগো ডি কমপোসতিলা শহরের ভেতর এসে লাইনচ্যুত হয়ে পড়ে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

দুর্ঘটনায় ব্যাপক হতাহতের কথা স্বীকার করেছেন স্থানীয় সরকার প্রধান আলবার্তো নুনেজ ফেইজো। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমে পড়েছে দেশটির প্রশাসন। এটি নিছক দুর্ঘটনা নাকি স্যাবটোজ সে বিষয়ে খতিয়ে দেখছে তারা।

দুর্ঘটনার পর স্পেনের প্রধানমন্ত্রী ম্যারিনো রাজোয় এক জরুরি বৈঠকে মিলিত হন। বৃহস্পতিবার তার ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে। তবে তিনি এরইমধ্যে টুইটারে দুর্ঘটনায় হতাহতের জন্য শোক ও নিহতদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন।

আহতদের এরই মধ্যে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। শহর কর্তৃপ স্থানীয় নাগরিকদের আহতদের জন্য রক্তদানের আহ্বান জানিয়েছে।