শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ , ১৩ই বৈশাখ, ১৪৩১ , ১৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > স্বতন্ত্র প্রার্থীদের কাছেও হারবে আওয়ামী লীগ

স্বতন্ত্র প্রার্থীদের কাছেও হারবে আওয়ামী লীগ

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগ আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের কাছেও হারবে।

তিনি বলেছেন, আওয়ামী লীগ যদি দলীয় সরকারের অধীনে নির্বাচন করে আর সে নির্বাচনে বিএনপি যদি না যায়, তাহলে স্বতন্ত্র প্রার্থী তো আর ঠেকিয়ে রাখা যাবে না। সেই স্বতন্ত্র প্রার্থীদের কাছেও আওয়ামী লীগ হারবে।

আজ দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) আয়োজিত ‘গণমাধমের স্বাধীনতা ও মাহমুদুর রহমান’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, আমাদের রাজনীতিতে প্রধান শক্তি হলো শেখ হাসিনা ও খালেদা জিয়া। তারা যদি রাজনীতির চর্চা করেন তাহলে এদেশ সোনার দেশে পরিণত হবে। তবে শেখ হাসিনার ওপর আমার কোন আশা নেই। এখন খালেদা জিয়ার কাছে আশায় বুক বেধে আছি। তিনি যদি সঠিক পথে দেশকে পরিচালিত করেন তাহলে জাতি উপকৃত হবে।

তিনি বলেন, বিএনপিকে মানুষ গ্রহণ করেনি। তাদেরকে যদি মানুষ গ্রহণ করতো তাহলে এক থেকে দেড় বছর আগেই হাসিনা সরকার বঙ্গোপসাগরে ডুবে যেতো।

তিনি বলেন, বিএনপি যদি মনে করে পাঁচটি সিটিতে মানুষ তাদেরকে ভোট দিয়ে জয়ী করেছে তাহলে তাদের সর্বনাশ।

বঙ্গবীর বলেন, আমি বঙ্গবন্ধুর রক্তের সন্তান নই। আমি তার রাজনীতির সন্তান। শেখ হাসিনা হলেন তার রক্তের সন্তান। রক্তের সন্তান আর রাজনীতির সন্তানের মধ্যে অনেক পার্থক্য।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সারা জীবন দেশের জন্য সংগ্রাম করে গেছেন। কিন্তু তার দু-একটা ভুল আপনারা সহ্য করতে পারেন না। তার মতো মহান নেতাকে নিয়ে সমালোচনা করা আপনাদের মানায় না।