শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > স্বাধীনতা বিরোধী চুক্তি মানবে না জনগণ: ফখরুল

স্বাধীনতা বিরোধী চুক্তি মানবে না জনগণ: ফখরুল

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশের জনগণ স্বাধীনতা বিরোধী চুক্তি মানবে না বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

‘বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী- খান সোহেলের কারামুক্তি’ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা স্পষ্ট করে বলেছি, তিস্তা সমস্যাসহ ৫৮ টি নদীর ন্যায হিস্যাসহ সীমান্তের সমস্যার সমাধান হতে হবে। অন্যথায় কোন চুক্তি বা সমঝোতা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।

তিনি বলেন, আমরা শুনেছি, ভারতের সাথে বাংলাদেশের বর্তমান সম্পর্ক উচ্চপর্যায়ে রয়েছে, তাহলে এসব চুক্তির প্রয়োজন কিসের- প্রশ্ন মির্জা ফখরুলের।

অপর এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, বিশ্বের সকল গণতান্ত্রিক দেশ চায়, বাংলাদেশের জনগণের অধিকার ফিরিয়ে দিতে তাদের ভূমিকা রাখতে।

মির্জা ফখরুল জানান, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে আমাদের আন্দোলন চলমান রয়েছে। জনগণের সেই অধিকার প্রতিষ্ঠিত করতে আজ আমরা শহীদ জিয়ার সমাধিতে এসে নতুন করে শপথ গ্রহণ করেছি।

এসময় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, হাবিবুর রহমান হাবিব, হাবিব-উন-নবী- খান সোহেল, মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মুনির হোসেন, শফিউল বারী বাবু, সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।