শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > রাজনীতি > স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করলেন মির্জা ফখরুল

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করলেন মির্জা ফখরুল

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
স্বাস্থ্য অধিদফতরের বক্তব্যের প্রেক্ষিতে অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার দুপুরে রাজধানীর উত্তরার বাসা থেকে এক ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে করোনা রোগীদের স্বাস্থ্যসেবায় হটলাইন কল সেন্টার উদ্বোধন উপলক্ষে এই ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় ফখরুল বলেন, ‘আজকের পত্রিকাতে আসছে যে, স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদফতরেরে মধ্যে এখন যুদ্ধ শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদফতর বলছে, আমরা তো রিজেন্ট হসপিটালকে অনুমোদন দিতাম না যদি মন্ত্রণালয় থেকে না বলা হতো। অর্থাৎ মিনিস্ট্রি থেকে বলা হয়েছে, রিজেন্ট হাসপাতালকে অনুমতি দাও তারা পরীক্ষা করবে। তাহলে এটা কার দায়িত্ব? এর দায় স্বাস্থ্যমন্ত্রীর। তাকে দ্রুত দায়িত্ব থেকে পদত্যাগ করা উচিৎ।’

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালন অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি ডা. হারুন অর রশিদও বক্তব্য রাখেন।