বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > স্যামসাংয়ের নতুন ২ ফোন

স্যামসাংয়ের নতুন ২ ফোন

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: চীনের বাজারে তালিকাভুক্ত হলো স্যামসাংয়ের নতুন দুই ফোন। এর একটি হলো গ্যালাক্সি জে৫। অন্যটি জে৭। খুব শিগগিরই ফোন দুইটি চীনের গ্রাহকদের হাতে পৌঁছে যাবে। ২০১৬ ভার্সনের এই ফোন দুইটির দরদাম সম্পর্কে এখনো কোনো ধারণা পাওয়া যায়নি।

গ্যালাক্সি জে৭ এ আছে ৫.৫ ইঞ্চির সুপার অ্যামোলিড ডিসপ্লে। ফুল এইচডি ডিসপ্লের রেজুলেশন ১০৮০ী১৯২০ পিক্সেল। এটি অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত।

ফোনটিতে আছে ১.৬ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর। ৩ জিবি র‌্যামের এই ফোনটির বিল্টইন মেমোরি ১৬ জিবি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

এই ফোনটির রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। এতে ৩৩০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।

অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি জে৫ এ আছে ৫.২ ইঞ্চির সুপার অ্যামোলিড ডিসপ্লে। এইচডি ডিসপ্লের রেজুলেশন ৭২০ী১২৮০ পিক্সেল। ফোনটিতে আছে ১.২ গিগাহার্জের কোয়াডকোর স্ন্যাপড্রাগন ৪১০ প্রসেসর। র‌্যাম ২ জিবি। বিল্টইন মেমোরি ১৬ জিবি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

এই ফোনটির ব্যাটারি ৩১০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারে। অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটির রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেলের।

চারটি রঙে ফোন দুইটি শিগগিরই বাজারে পাওয়া যাবে।