বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > হজযাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও ট্রাভেল এজেন্সি

হজযাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও ট্রাভেল এজেন্সি

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ হজযাত্রীদের কোটি টাকা নিয়ে গা ঢাকা দিয়েছে সন্দিপ ট্রাভেলস। ৪৯ জন হজযাত্রীদের রোববার ফাইট দেয়ার কথা থাকলেও সোমবার পর্যন্ত অপো করার পর বিুব্ধ হজ যাত্রীরা থানায় অভিযোগ করে। পুলিশ ওই ট্রাভেল এজেন্সির দুইকর্মচারীকে আটক করেছে। এজেন্সির মালিক বাকি বিল্লাহকে আটকের অভিযান করছে।

ভুক্তভোগী হজযাত্রী জমির আলীর নিকট আত্মীয় হেলাল বলেন, রাজধানীর পল্টন এলাকার নূরজাহান টাওয়ারে সন্দিপ ট্রাভেল এজেন্সি। হবিগঞ্জ ও মৌলভী বাজার এলাকার ৪৯ জন হজযাত্রী এ ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাওয়ার কথা ছিল। রোববার তাদের ফাইটও দেয়ার কথা দেয় মালিক বাকি বিল্লাহ। কিন্তু রোববার থেকে সে নানা ধরণের টালবাহনা করছে।

তিনি বলেন, আমরা রোববার সারাদিন তার কথায় বিশ্বাস করে অপো করি। এরপর সোমবার সকালে অফিসে আসলে কর্মচারীরা বলে বিকেল পর্যন্ত অপো করতে। কিন্তু বিকেলেও এজেন্সির মালিক বাকি বিল্লাহর দেখা না পেয়ে থানা পুলিশের আশ্রয় নিতে বাধ্য হই।

তিনি বলেন, ৪৯ জন হজযাত্রীর মোট ১ কোটি ১২ লাখ ৩৮ হাজার টাকা তার নিকট দেওয়া হয়েছে। এই মুহুর্তে সবারই হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার বলেন, হজযাত্রীদের অভিযোগ পাওয়ার পর আমরা সেখানকার দুইকর্মচারীকে থানায় নিয়ে এসেছি। তবে এর মূল মালিক বাকি বিল্লাহকে আটকের চেষ্টা চলছে।