শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > হজ খরচ বাড়তে পারে

হজ খরচ বাড়তে পারে

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ এবার অভ্যন্তরীণ ও বিদেশী হজযাত্রী কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এতে এ বছর হজ খরচ বৃদ্ধি পাবে শতকরা ৩৫ ভাগ। মক্কার হজ ও উমরাহ কমিটির সদস্য সাদ আল কুরেশি বলেছেন, যে পরিমাণ হজযাত্রী কমানো হয়েছে তার বিপরীতে বেশি পরিমাণ অর্থ ব্যয় করতে হবে। এ বছর রমজানে উমরাহ করতে যাওয়া ব্যক্তিদের সংখ্যা কমিয়ে অর্ধেক করা হয়েছে। তিনি আরও বলেছেন, হজযাত্রী কমানোর এ পরিকল্পনা তিন বছর চলবে। এতে যে সমস্যা সৃষ্টি হবে তা সমাধানের চেষ্টা করছে হজ কোম্পানিগুলো। হজ ও উমরাহবিষয়ক যেসব কোম্পানি আছে তারাও কম পরিমাণ ব্যক্তিকে হজ ও উমরাহ করতে নিয়ে যাবে। এতে তারা খরচের অঙ্ক বাড়িয়ে দিতে পারে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।