শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > হবিগঞ্জে শিশু হত্যায় সৎভাইসহ ৫ জনের ফাঁসির আদেশ

হবিগঞ্জে শিশু হত্যায় সৎভাইসহ ৫ জনের ফাঁসির আদেশ

শেয়ার করুন

জেলা প্রতিনিধি,
ঢাকা : হবিগঞ্জে পৈত্রিক সম্পত্তির লোভে জিয়াউল হক নামের ১৩ বছরের এক শিশুকে হত্যার দায়ে সৎভাইসহ পাঁচজনকে ফাঁসির দণ্ড দিয়েছে আদালত।

সোমবার (৯ মে) দুপুরের দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আফরোজা পারভিন এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সৎভাই আলী হায়দার ও তার সহযোগী আব্দুল আহাদ, রেনু মিয়া, হাবিব মিয়া ও রঞ্জু মিয়া। এদের মধ্যে রঞ্জু মিয়া পলাতক। বাকিদের আজ (সোমবার) আদেশ ঘোষণার সময় আদালতে উপস্থিত করা হয়েছিল।

আদালত সূত্রে জানা গেছে, জেলার বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম। তার দুই স্ত্রী প্রথম পক্ষের ছেলে আসামি আলী হায়দার ও দ্বিতীয়পক্ষে জিয়াউল হক। সিরাজুল ইসলাম বর্তমানে মৃত। তিনি বেঁচে থাকতেই জমিজমা নিয়ে বড় ছেলে আলী হায়দারের সঙ্গে বিরোধ চলছিল। এরই জের ধরে ১৯৯৪ সালে সৎ ভাই জিয়াউল হককে অন্য আসামিদের সহযোগিতায় আলী হায়দার হত্যা করে।