শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > হরতাল পিছিয়ে ১৩ ও ১৪ আগস্ট

হরতাল পিছিয়ে ১৩ ও ১৪ আগস্ট

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ জামায়াতে ইসলামীর ১২ ও ১৩ আগস্টের হরতাল একদিন পিছিয়ে ১৩ ও ১৪ আগস্ট ডাকা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে ১৩ ও ১৪ আগস্ট হরতাল পালনের আহ্বান করেন।
সরকারের জুলুম, নির্যাতন, নিপীড়ন ও জামায়াতকে নিশ্চিহ্ন করার চক্রান্তের প্রতিবাদে ঘোষিত ৪৮ ঘণ্টার লাগাতার হরতাল আগামী ১২ এবং ১৩ আগস্টের পরিবর্তে ১৩ ও ১৪ আগস্ট পালনের আহ্বান জানিয়ে রফিকুল ইসলাম খান এ বিবৃতি দেন।
ঈদুল ফিতরের ছুটির পর মানুষের কর্মস্থলে ফিরে আসার কথা বিবেচনা করেই হরতাল একদিন পেছানো হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নির্বাচন কমিশনের (ইসি) দেয়া নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায়ের প্রতিবাদে দলটি এর আগে আগামী ১২ আগস্ট সোমবার ও ১৩ আগস্ট মঙ্গলবার হরতাল আহ্বান করে।