শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > হালকা বৃষ্টি হতে পারে আজ

হালকা বৃষ্টি হতে পারে আজ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত ছিল না ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায়। এ সময় বৃষ্টি না থাকলেও তাপমাত্রা অনেকটাই স্বাভাবিক ছিল। তবে আজ হালকা বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ঢাকায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় তাপমাত্রা ঢাকা তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৩০ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।