মঙ্গলবার , ১৬ই এপ্রিল, ২০২৪ , ৩রা বৈশাখ, ১৪৩১ , ৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > জাতীয় > হাসপাতালে ডাক্তার না থাকায় জরুরি বিভাগে তালা

হাসপাতালে ডাক্তার না থাকায় জরুরি বিভাগে তালা

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি ॥
রাজশাহী(পুঠিয়া): রাজশাহীর পুঠিয়া উপজেলা হাসপাতালে ডাক্তার না থাকায় এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভালো চিকিৎসা না করায় দলীয় নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে শানিবার রাত সাড়ে দশটায় হাসপাতালে গিয়ে জরুরি বিভাগ ও প্রধান গেটে তালা দিয়েছে।

এলাকাবাসী ও হাসপাতাল সূত্র জানায়, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক বেশ কয়েক দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে নিজ বাড়ি পালোপাড়ায় অবস্থান করছেন। কয়েক দিন আগে মাহাবুব হোসেন রানা নামক এক চিকিৎসক তাকে চিকিৎসা দিয়েছিলেন।

শনিবার রাত সাড়ে দশটায় হুট করে প্রথমে তিন-চার জন নেতাকর্মী এসে টিএইচ এ ও আবাসিক ডাক্তার হাসপাতালে আছে কিনা জানতে চান। তারা হাসপাতালে না থাকায় আরও কয়েক জন এসে ক্ষিপ্ত হয়ে জরুরি বিভাগের সহকারী মেডিকেল অফিসার আমিনুল ইসলাম ও রাতের দায়িত্বে থাকা মেডিকেল অফিসার মাহাবুব হোসেন রানাকে হাসপাতাল থেকে বের করে তালা লাগিয়ে দেয়।

ডাক্তারা জানান, পুলিশের সামনে আ’লীগের ক্যাডারা শাসিয়ে বলেন, স্থানীয় সাংসদ না আসা পর্যন্ত তালা খুললে তাদের অসুবিধা আছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালের কোনো রোগী ভিতরে ও বাইরে যাতায়াত করতে পারছে না। বেশ কয়েকজন রোগীকে হাসপাতালের বারান্দায় বসে থাকতে দেখা গেছে।