বৃহস্পতিবার , ১৮ই এপ্রিল, ২০২৪ , ৫ই বৈশাখ, ১৪৩১ , ৮ই শাওয়াল, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > হিউস্টনে বন্যা আরো ভয়াবহ আকার ধারণ করার পূর্বাভাষ

হিউস্টনে বন্যা আরো ভয়াবহ আকার ধারণ করার পূর্বাভাষ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
যুক্তরাষ্ট্রের হিউস্টনে বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। ঘূর্ণিঝড় হারভে আবার শক্তি সঞ্চয় করে এগিয়ে আসছে। ফলে পরিস্থিতির আরো অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এতে অবরুদ্ধ হয়ে পড়েছে অগণিত মানুষ। তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে। সিএনএনে দেখানো হচ্ছে, সেখানকার মানুষের দুর্ভোগ। এমনিতেই ঘূর্ণিঝড় হারভে’র আঘাতে পানিতে তলিয়ে আছে টেক্সাসের হিউস্টন। ঐতিহাসিকভাবে বৃদ্ধি পেয়েছে পানির উচ্চতা। এরই মধ্যে হিউস্টনে ৩০ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে রাস্তাগুলো নদীতে পরিণত হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে আরো খারাপ অবস্থার কথা বলা হয়েছে। বলা হয়েছে, এ সপ্তাহের শেষের দিকে সেখানে মোট বৃষ্টিপাতের পরিমাণ দ্বিগুন হতে পারে। আক্রান্ত লোকজনের জন্য দ্রুত ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার টেক্সাস সফরে যাওয়ার কথা তার। তিনি বলেছেন, ক্ষতি কাটিয়ে উঠতে দীর্ঘ সময় লাগবে। এ বিষয়ে ফেডারেল সরকার প্রস্তুত রয়েছে। তিনি আরো জানিয়েছেন, সহায়তা তহবিল নিয়ে তিনি এরই মধ্যে কংগ্রেসের সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি তিনি হিউস্টনের প্রতিবেশী লুইজিয়ানায় জরুরি অবস্থা জারি করেছেন। শুক্রবার দিন শেষে ক্যাটেগরি-৪ হিসেবে টেক্সাসে আঘাত হানে ঘূর্ণিঝড় হারভে। এর ফলে দেখা দেয় ভয়াবহ বন্যা। এরপর হিউস্টন শহর ও এর আশপাশ থেকে উদ্ধার করা হয়েছে কমপক্ষে ৩০০০ মানুষকে। বাসার ছাদে আটকে পড়া মানুষকে উদ্ধার করতে ব্যবহার করা হয়েছে হেলিকপ্টার। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘূর্ণিঝড় ও বন্যার কারণে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ৯। বন্যার ক্রমবর্ধমান পানির ভিতর দিয়ে সরে যাওয়ার চেষ্টা করে একই পরিবারের ৬ জন মারা গেছেন। এমন দাবি করেছেন ওই পরিবারের আত্মীয়-স্বজনরা।