শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > হিগুয়েইন এখন নাপোলিতে

হিগুয়েইন এখন নাপোলিতে

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ শোনা যাচ্ছিল আর্জেন্টাইন স্ট্রাইকার গনজালো হিগুয়েইন রিয়াল মাদ্রিদ থেকে এবার ইংলিশ ফুটবল দল আর্সেনালে যাচ্ছেন। কিন্তু না, ইংল্যান্ডে নয়, তিনি গেলেন ইতালি। রোববার এ স্ট্রাইকার ৩৪.৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে যোগ দিয়েছেন নাপোলিতে, যে দলে তার দেশের কিংবদন্তি দিয়েগো মারাদোনাও খেলেছেন। জানা গেছে, ২৫ বছর বয়সী এ তারকা ৫ বছরের জন্য ইতালির এ দলে খেলবেন। নাপোলির ওয়েবসাইটেও খবরটি জানানো হয়েছে।
লিভারপুলের ৩০ বছর বয়সী গোলরক পেপে রেইনাও নাপোলিতে স্বাস্থ্য পরীা দিয়েছেন। তার সাবেক কোচ রাফায়েল বেনিতেজ তাকে ধারে খেলানোর জন্য নাপোলিতে আনতে চাইছেন। এছাড়া বেনিতেজ এডিনসন কাভানির জায়গা পূরণেও খেলোয়াড় খুঁজছেন। উরুগুয়ের কাভানি যোগ দিয়েছেন ফ্রান্সের দল পট্যারিস সেইন্ট জার্মেইতে। বেনিতেজ বলেন, আমরা এমন একজন খেলোয়াড়কে সই করিয়েছি যিনি রিয়াল মাদ্রিদে খেলতেন। আমরা যাকে নিয়েছি তার অনেক গোল করার এবং আমাদের সঙ্গে খাপ নেয়ার মতা রয়েছে। আমাদের তার মতো খেলোয়াড় দরকার ছিল। তিনি বলেন, আমরা যেসব খেলোয়াড়কে চাইছি তাদের আসাটা নিশ্চিত করার চেষ্টা করছি। যাযা আগামী তিন-চার মওসুম নাপোলির জন্য ভাল করতে পারবে তাদেরই আমাদের দলে নিতে হবে। হিগুয়েইন ২০০৬ সালে রিভার প্লেট থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে সাত মওসুমে গোল করেছেন ১০৭টি। সিরিএ’র গত আসরের রানার্স আপ নাপোলি এরই মধ্যে রিয়াল মাদ্রিদের আরেক স্ট্রাইকার হোসে ক্যালিয়ন ও ডিফেন্ডার রাউল আলবিয়ল এবং পিএসভি আইন্দহোভেনের ড্রাইস মেরেন্তেসকে দরে নিয়েছে।

এক নজরে হিগুয়েইন
বয়স: ২৫
জন্ম: ব্রেস্ট, ফ্রান্স
পজিশন: স্ট্রাইকার
ক্যারিয়ার: রিভার প্লেট (২০০৪-২০০৬),
রিয়াল মাদ্রিদ (২০০৭-২০১৩)
জাতীয় দলে: ৩৫ ম্যাচ, ১৯ গোল।