মঙ্গলবার , ১৯শে মার্চ, ২০২৪ , ৫ই চৈত্র, ১৪৩০ , ৮ই রমজান, ১৪৪৫

হোম > জাতীয় > হেফাজত নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

হেফাজত নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার:
হেফাজত ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মওলানা জসিম উদ্দিনের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিচার দাবি করেছেন সংগঠনের নেতাকর্মীরা।
আজ বুধবার বিকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ দাবি জানান তারা।

হেফাজত নেতাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে উল্লেখ করে হেফাজত নেতারা বলেন, ‘ইসলামবিরোধী শক্তিই এ হামলা করেছে। আলেম ওলামাদের কণ্ঠ স্তব্ধ করে দিতেই এসব হামলা করা হচ্ছে। আজকের সমাবেশ থেকে আমরা বলতে চাই, মওলানা জসিমের ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা না হলে হেফাজত ইসলাম বাংলাদেশ দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তুলবে।’

নেতারা আরও বলেন, ‘এ হামলার পরে কোনো আলেম বসে থাকতে পারেন না। এ হামলা গোটা আলেম সমাজের ওপর হামলা। আজ ওয়াজ মাহফিল বন্ধ করা হচ্ছে এসবের কারণ কী? এই হামলা বিচ্ছিন্ন কোনো হামলা নয়, পরিকল্পিত হামলার অংশ। সিসিটিভি ফুটেজ থেকে আমরা বুঝেছি, পেশাদার খুনিই এ হত্যাকাণ্ড চালানোর চেষ্টা করেছে। এ হামলা দেশের ধর্মপ্রাণ মুসলমান ও আলেম সমাজের ওপর আঘাত।’

হেফাজত নেতারা এ ঘটনার বিহীত না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না বলেও সমাবেশ থেকে হুঁশিয়ারি দেয়া হয়।

সমাবেশে হেফাজত নেতা মামুনুল হক, মাওলানা শফিক উদ্দিন, মাওলানা ইলিয়াস, মাওলানা জাবের কাসেমী, মাওলানা ফজলুল করিম বক্তব্য দেন।