বুধবার , ১৭ই এপ্রিল, ২০২৪ , ৪ঠা বৈশাখ, ১৪৩১ , ৭ই শাওয়াল, ১৪৪৫

হোম > খেলা > হেরেই গেল নেইমারবিহীন পিএসজি

হেরেই গেল নেইমারবিহীন পিএসজি

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

উরুর সমস্যার কারণে স্কোয়াডের বাইরে থাকেন নেইমার। ইনজুরি আক্রান্ত হয়ে প্রথমার্ধেই স্ট্রেচারে করে মাঠ ছাড়েন কাইলিয়ান এমবাপ্পে। ঘণ্টা না যেতেই লাল কার্ড দেখেন দানি আলভেস। এমন ম্যাচে একেবারে অন্তিম মুহূর্তের গোলে হারের হতাশায় ডোবে পিএসজি।

আগের ম্যাচে প্যারিসে নেইমারের চার গোলের নৈপুণ্যে ডিজনকে ৮-০ ব্যবধানে বিধ্বস্ত করার পর একটা ধাক্কাই খেল পিএসজি। ঘরের মাঠে অলিম্পিক লিঁওর হয়ে জয়সূচক গোল উপহার দেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ডাচ ফরোয়ার্ড মেম্ফিস ডিপাই। খেলা শুরুর দুই মিনিটেই ফ্রান্সের নাভিল ফেকিরের গোলে লিড নেয় স্বাগতিকরা। প্রথমার্ধের যোগ করা সময়ে পিএসজিকে সমতায় ফেরান লেফটব্যাক লেভিন কারজাওয়া।

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে কঠিন ট্যাকল করার পর হলুদ কার্ড দেখানোয় মেজাজ হারিয়ে ফেলেন আলভেস। রেফারির মুখের সামনে আগ্রাহী ভঙ্গিতে চিৎকার করে বসেন সাবেক বার্সা তারকা। এর জেরে লাল কার্ডে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান রাইটব্যাক। দশজনের দলে পরিণত হয় ভিজিটররা।

এর আগে প্রতিপক্ষের গোলরক্ষকের সঙ্গে মারাত্মক সংঘর্ষে ছিটকে যান উদীয়মান ফ্রেঞ্চ স্ট্রাইকার এমবাপ্পে। ৩৬ মিনিটে বদলি হিসেবে নামেন জার্মানির জুলিয়ান ড্রাক্সলার। শেষ পর্যন্ত পরাজয় সঙ্গী হা ইউনাই এমেরির শিষ্যদের।

লিগ শিরোপা পুনরুদ্ধারের মিশনে মৌসুমের দ্বিতীয় হার দেখলো পিএসজি। ২২ ম্যাচে তাদের সংগ্রহ ৫৬। দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক লিঁওর (৪৮) সঙ্গে ব্যবধান কমে দাঁড়িয়েছে ৮। ৪৭ পয়েন্ট নিয়ে তিনে অলিম্পিক মার্শেই।