বুধবার , ১৭ই এপ্রিল, ২০২৪ , ৪ঠা বৈশাখ, ১৪৩১ , ৭ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > ১৫ দিনের রিমান্ডে মুফতি ওয়াক্কাস

১৫ দিনের রিমান্ডে মুফতি ওয়াক্কাস

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ হেফাজতে ইসলামের নায়েবে আমির ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি মুহাম্মদ ওয়াক্কাসকে পাঁচ মামলায় ১৫ দিনের রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

সোমবার বিকেলে রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম এস এম আশিকুর রহমান এ আদেশ দেন।

গত ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে পুলিশের এসআই শাজাহানকে হত্যা, পুলিশের কাজে বাধা, বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় করা পাঁচ মামলায় মুফতি ওয়াক্কাসকে আদালতে হাজির করে প্রত্যেক মামলায় ১০ দিন করে মোট ৫০ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের আবেদন জানায় পুলিশ।

শুনানি শেষে আদাল ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত ২ সেপ্টেম্বর সোমবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া থেকে তাকে গ্রেফতার করে।

মুফতি ওয়াক্কাস বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটভুক্ত জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব। তিনি হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের আমলে ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন। এছাড়া ২০০১ সালের নির্বাচনের চারদলীয় জোটের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।