শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > ১৯ জনকে কুপিয়ে খুন করে সমাজকে হালকা করেছি: জাপানি যুবক

১৯ জনকে কুপিয়ে খুন করে সমাজকে হালকা করেছি: জাপানি যুবক

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
জাপানের সাগামিহারায় ২০১৬ সালে একটি পুনর্বাসন কেন্দ্রে ছুরিকাঘাত করে ১৯ জনকে হত্যাকারী যুবক সাতোশি ওয়েমাৎসুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

হত্যাকাণ্ডের পর থেকে কারাগারে আটক ছিলেন ৩০ বছর বয়সী ওই জাপানি যুবক। খবর ডেইলি মাইনিচি সিম্বুন ও কিয়োডো নিউজের।

ইয়োকোহামা জেলা আদালত সোমবার তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন।

রায় ঘোষণার সময় আদালতে বেশ নির্লিপ্ত ভঙ্গিতে ছিলেন সাতোশি। এ সময় তিনি বলেন, ১৯ জনকে হত্যা করে তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা বোধ নেই।

কারণ তিনি মনে করেন- বুদ্ধিপ্রতিবন্ধী ওই সব মানুষকে হত্যা করে বরং সমাজের বোঝা হালকা করে দেশের উপকারই করেছেন।

এসব লোকের পেছনে সরকার অনর্থক কোটি কোটি ইয়েন খরচ করে যাচ্ছে।

২০১৬ সালে ১৯ জনকে কুপিয়ে খুন করার ঘটনা শান্তিপ্রিয় জাপানিদের কাছে খুবই বিরল। তারা আত্মহত্যাপ্রবণ হলেও এভাবে অন্যের ওপর হামলার ঘটনা খুব কমই ঘটে দেশটিতে।

তার আইনজীবী অবশ্য বলেছেন, তার মক্কেল হত্যাকাণ্ডের আগে মারিজুয়ানা সেবন করেছিলেন। তার প্রভাবেই এ নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছেন তিনি।