মঙ্গলবার , ১৬ই এপ্রিল, ২০২৪ , ৩রা বৈশাখ, ১৪৩১ , ৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > ২০০ মিটারে বোল্টের সোনার লড়াই আজ

২০০ মিটারে বোল্টের সোনার লড়াই আজ

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ শুক্রবার বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ২০০ মিটারের হিটে সহজ জয় তুলে নিয়েছেন ইভেন্টের বর্তমান চ্যাম্পিয়ন উসাইন বোল্ট। এই জয় দিয়ে ২০০ মিটারের সেমিফাইনাল নিশ্চিত করলেন এই জ্যামাইকান গতির বিদ্যুৎ। আজ সকালের সেশনে সেমিফাইনালে মাঠে ট্রাকে নামবে বোল্টসহ অন্য তিন সেমিফাইনালিস্ট। আর দুই ফাইনালিস্ট সোনার জন্য লড়বে আজকের সন্ধ্যার সেশনে। রোববার ১০০ মিটারে স্বর্ণ জেতা বোল্ট সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ২০.৬৬ সেকেন্ড সময় নিয়ে তার হিটে জয় পান। ২০.৭২ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের ডেলোনো উইলিয়ামস। (২০.৭২) পেছনে ফেলে জয় তুলে নেন এই ২৬ বছর বয়সী স্প্রিন্টার।
তবে বোল্ট ট্র্যাকে অ্যান্ড ফিল্ডে মাঠে নামলেও সবার সেরা ছিলেন না। অন্য খেলায় গ্রেট বৃটেনের অ্যাডাম জিমিলি ব্যক্তিগত হিটে মাত্র ২০.১৭ সেকেন্ড সময় নিয়ে অপর সেমিফাইনাল নিশ্চিত করেন। তার সঙ্গে জেমস এলিংটনও শেষ চারে নাম লেখান।
এদিন শেষ চার নিশ্চিত করার পর বোল্ট বলেন, খুব ভাল লাগছে। আমি সবার সেরা ছিলাম না। আজ শুধু আমি লক্ষ্যে পৌঁছাতে চেয়েছি। সময়ের সঙ্গে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে বলে বিশ্বাস করি আমি।