শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > ২০১৭ সালে নতুন করদাতা হবে ৯ লাখ

২০১৭ সালে নতুন করদাতা হবে ৯ লাখ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: চলতি ২০১৬-১৭ অর্থবছরের মধ্যে নতুন আরো ৯ লাখ করদাতা চান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। করদাতা সংগ্রহে ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) তাগিদ দিয়েছেন তিনি।

অর্থমন্ত্রীর চাহিদা অনুযায়ী করদাতা খুঁজে বের করতে সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থেকে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চিঠি দেওয়া হয়েছে। এনবিআরের একটি ঊর্ধ্বতন এসব তথ্য জানিয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, ১৬ কোটি মানুষের দেশে মাত্র ১৩ লাখ করদাতা রয়েছে। করদাতার এ সংখ্যা মোট জনগণের তুলনায় খুবই নগণ্য। সুতরাং আয়কর আদায় বাড়াতে করদাতার সংখ্যা বাড়ানো ছাড়া আর কোনো বিকল্প নেই।

এনবিআরের প্রশংসা করে চিঠিতে আরো বলা হয়েছে, চলতি অর্থবছরের প্রথম ৪ মাসে প্রায় সাড়ে ৩ লাখ নতুন করদাতা খুঁজে বের করেছে এনবিআর। তবে এনবিআরকে এখানে থেমে গেলে হবে না। করদাতা অনুসন্ধানের এ কাজ চলমান রাখতে হবে।

অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, চলতি অর্থবছরে আরো ৯ লাখ নতুন করদাতা খুঁজে বের করতে হবে। তাহলে অর্থবছর শেষে দেশে প্রায় ২৫ লাখ করদাতা হবে।

এদিকে, অর্থ মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে করদাতা সংগ্রহে কর্মকৌশল প্রণয়ন করতে কর অঞ্চলগুলোতে চিঠি দিয়েছে এনবিআর।

এনবিআর চেয়ারম্যান স্বাক্ষরিত চিঠিতে বেশ কিছু দিকনির্দেশনা দেওয়া হয়েছে। দিকনির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট কর অঞ্চলের যে অংশে করদাতার সংখ্যা বেশি সে অংশ ছেড়ে যে অংশে কম করদাতা যে অংশ থেকে নতুন করদাতা খুঁজে পেতে চেষ্টা করতে হবে। এ ছাড়া শহরকেন্দ্রিক ছেড়ে উপজেলা বা তৃণমূল পর্যায়ে যেতে হবে। জনবহুল এলাকাতে হঠাৎ পরিদর্শনে যেতে হবে।

এর আগে সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় আয়কর দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছিলেন, বর্তমানে দেশে প্রায় ১৩ লাখ করদাতা রয়েছে। চলতি অর্থবছরে প্রথম চার মাসে সাড়ে তিন লাখ নতুন করদাতা পেয়েছি। আশা করছি চলতি অর্থবছর শেষে দেশে করদাতা হবে প্রায় ২৫ লাখ।’

তিনি বলেন, ‘প্রতিবেশী দেশগুলোর তুলনায় আমাদের দেশে করদাতার সংখ্যা খুবই কম। তবে আশা করছি আগামী দুই বছরের মধ্যে এ সংখ্যা একটা সম্মানজনক জায়গায় পৌঁছাবে। আমরা দেশ ও সমাজের উন্নয়নে রাজস্ব দিই।’