শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > খেলা > ২০২২ ফুটবল বিশ্বকাপে খেলবে ভারত: শচীন

২০২২ ফুটবল বিশ্বকাপে খেলবে ভারত: শচীন

শেয়ার করুন

ক্রিকেট বিশ্বে ভারতের অবস্থান অনন্য উচ্চতায় নিয়ে গেছেন শচীন টেন্ডুলকার। এমন কিছু রেকর্ড গড়েছেন, যেগুলোর মধ্য দিয়ে ক্রিকেট বিশ্বে পাকাপোক্ত জায়গা করে নিয়েছে ভারত। এবার নিজ দেশের আরেকটি জনপ্রিয় খেলা ফুটবল নিয়েও আশাবাদ প্রকাশ করেছেন লিটল মাস্টার। ভারত ২০২২ সালের ফুটবল বিশ্বকাপে অংশ নিতে পারবে বলে মন্তব্য করেছেন এ সময়ের সেরা এই ব্যাটসম্যান।
জাতীয় অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই কথা বলেন শচীন টেন্ডুলকার। ভারতের ৮৬টি শহরের ২৬১০টি স্কুলের ৪১ হাজার উদীয়মান ফুটবলারকে নিয়ে অনুষ্ঠিত হয়েছিল এই অনূর্ধ্ব-১৫ প্রতিযোগিতা। প্রতিযোগিতার সেরা ৪০ জন খেলোয়াড় নিয়ে অনূর্ধ্ব-১৬ জাতীয় দলের প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করবে ভারতের ফুটবল ফেডারেশন। আর এখান থেকেই ভারতের প্রতিভাবান সব ফুটবলার বেরিয়ে আসবে বলে আশা করছেন শচীন টেন্ডুলকার। তিনি বলেছেন, ‘আমি খুবই আশা করছি যে এখানকার অনেক প্রতিভাবান খেলোয়াড় তাদের মেধা ও দক্ষতা প্রদর্শন করার সুযোগ পাবে। দেশে ক্রীড়াব্যক্তিত্বের বিকাশের জন্য এ রকম তৃণমূল পর্যায়ের প্রতিযোগিতা অনেক সহায়ক হতে পারে। এ ধরনের উদ্যোগের মাধ্যমেই তাদের সত্যিকারের প্রতিভার উন্মেষ ঘটবে।’