শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > তথ্যপ্রযুক্তি > ২৪ জুলাই গুগলের সংবাদ সম্মেলন নতুন চমক!

২৪ জুলাই গুগলের সংবাদ সম্মেলন নতুন চমক!

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ আগামী ২৪ জুলাই সানফ্রান্সিসকোতে এক সংবাদ সম্মেলনের দাওয়াত দিয়েছে গুগল। তবে দাওয়াতপত্রে এর পেছনে কোনো কারণ উল্লেখ করেনি প্রতিষ্ঠানটি। শুধু অনুষ্ঠানটি অ্যানড্রয়েড এবং ক্রোম এর প্রধান সুন্দর পিচাই উপস্থাপনা করবে বলে জানিয়েছে। প্রযুক্তি বিশ্বের ধারণা এই দিনে গুগল নতুন কোনো মোবাইল পণ্য অথবা বৈশিষ্ট্য উন্মোচিত করতে যাচ্ছে।
সম্প্রতি অ্যান্ডি রবিনের কাছ থেকে অ্যানড্রয়েড মোবাইল ওএস উন্নয়নের দায়িত্ব গ্রহণ করেছেন পিচাই। এর আগে অ্যানড্রয়েড বিভাগের সহ-সভাপতি ছিলেন তিনি। মোবাইল ওএস-এর পাশাপাশি তিনি গুগলের অ্যাপ্লিকেশন এবং ক্রোম সফটওয়্যার দেখভালের দায়িত্বেও রয়েছেন। আমন্ত্রণপত্রে শুধু বলা হয়েছে, “সুন্দর পিচাইয়ের সঙ্গে অনুগ্রহ করে সকালের নাস্তায় যোগ দিন।” সুন্দর পিচাই অনুষ্ঠানটির মূলে রয়েছেন বিধায় অনুষ্ঠানটি অ্যানড্রয়েডের পরবর্তী সংস্করণ স¤পর্কে হতে পারে। চলতি বছরের গুগল আই/ও সম্মেলনে এই সংক্রান্ত ঘোষণা আশা করা হলেও মোবাইল বিষয়ে তেমন কোনো নতুন খবর তখন দেয়নি গুগল। গুজব রয়েছে ২০১৩ সালেই বের হবে অ্যানড্রয়েড ৫.০ বা কি লাইম পাই। যদিও ‘কি লাইম পাই’ নামটি গত এক বছর ধরে শোনা গেলেও গুগল কখনোই নামটির স্বীকৃতি দেয়নি। বর্তমানে প্রযুক্তি জগতের গুজব হচ্ছে আপাতত গুগল অ্যানড্রয়েড ৪.৩ “জেলি বিন” বের করবে। এছাড়া নতুন হার্ডওয়্যার ছাড়া নতুন ওএস বের করে খুব একটা লাভ করতে পারবে না গুগল। এক বছর হল বের হওয়ার পরেও জেলি বিন কেবল মাত্র জনপ্রিয় হতে চলেছে। বর্তমানে ৬২% অ্যানড্রয়েড ডিভাইসে পুরনো অ্যানড্রয়েড সংস্করণগুলো চলছে। গুগল যদি নতুন ওএস বের করেই তবে তার সঙ্গে নতুন কি হার্ডওয়্যার আনতে পারে- এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। নেক্সাস ৭ ট্যাবলেটের নতুন সংস্করণ। গত বছরের আই/ও সম্মেলনে ঘোষিত এবং অত্যন্ত জনপ্রিয় ট্যাবলেটের নতুন সংস্করণ বের করার কথা অনেকদিন ধরেই। বুধবার অ্যানড্রয়েড সেন্ট্রাল নতুন ট্যাবলেটটির কিছু ছবি এবং ভিডিও প্রকাশ করলেও সাইটটি ওই ডিভাইসে অ্যানড্রয়েড ৪.৩ না অন্য কোন সংস্করণ চলছে তা নিশ্চিত করতে পারেনি। আরেকটি সম্ভাবনা হচ্ছে বহুল প্রতীতি মটো এক্স নামের স্মার্টফোনটির উন্মোচন। কিন্তু তাহলে গুগলের পাশাপাশি মটোরোলার কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা নয় কি? যাই হোক আর মাত্র চার দিন পরে জানা যাবে কি কারণে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে গুগল। ততদিন পর্যন্ত অ্যানড্রয়েডপ্রেমীরা ভাবতে থাকুন কি আনতে পারে প্রতিষ্ঠানটি। নতুন চমক জানতে এখন অপো করতে হবে।
২৪ জুলাই গুগলের সংবাদ সম্মেলন নতুন চমক!
বাংলাভূমি২৪ ডেস্ক ॥ আগামী ২৪ জুলাই সানফ্রান্সিসকোতে এক সংবাদ সম্মেলনের দাওয়াত দিয়েছে গুগল। তবে দাওয়াতপত্রে এর পেছনে কোনো কারণ উল্লেখ করেনি প্রতিষ্ঠানটি। শুধু অনুষ্ঠানটি অ্যানড্রয়েড এবং ক্রোম এর প্রধান সুন্দর পিচাই উপস্থাপনা করবে বলে জানিয়েছে। প্রযুক্তি বিশ্বের ধারণা এই দিনে গুগল নতুন কোনো মোবাইল পণ্য অথবা বৈশিষ্ট্য উন্মোচিত করতে যাচ্ছে।
সম্প্রতি অ্যান্ডি রবিনের কাছ থেকে অ্যানড্রয়েড মোবাইল ওএস উন্নয়নের দায়িত্ব গ্রহণ করেছেন পিচাই। এর আগে অ্যানড্রয়েড বিভাগের সহ-সভাপতি ছিলেন তিনি। মোবাইল ওএস-এর পাশাপাশি তিনি গুগলের অ্যাপ্লিকেশন এবং ক্রোম সফটওয়্যার দেখভালের দায়িত্বেও রয়েছেন। আমন্ত্রণপত্রে শুধু বলা হয়েছে, “সুন্দর পিচাইয়ের সঙ্গে অনুগ্রহ করে সকালের নাস্তায় যোগ দিন।” সুন্দর পিচাই অনুষ্ঠানটির মূলে রয়েছেন বিধায় অনুষ্ঠানটি অ্যানড্রয়েডের পরবর্তী সংস্করণ স¤পর্কে হতে পারে। চলতি বছরের গুগল আই/ও সম্মেলনে এই সংক্রান্ত ঘোষণা আশা করা হলেও মোবাইল বিষয়ে তেমন কোনো নতুন খবর তখন দেয়নি গুগল। গুজব রয়েছে ২০১৩ সালেই বের হবে অ্যানড্রয়েড ৫.০ বা কি লাইম পাই। যদিও ‘কি লাইম পাই’ নামটি গত এক বছর ধরে শোনা গেলেও গুগল কখনোই নামটির স্বীকৃতি দেয়নি। বর্তমানে প্রযুক্তি জগতের গুজব হচ্ছে আপাতত গুগল অ্যানড্রয়েড ৪.৩ “জেলি বিন” বের করবে। এছাড়া নতুন হার্ডওয়্যার ছাড়া নতুন ওএস বের করে খুব একটা লাভ করতে পারবে না গুগল। এক বছর হল বের হওয়ার পরেও জেলি বিন কেবল মাত্র জনপ্রিয় হতে চলেছে। বর্তমানে ৬২% অ্যানড্রয়েড ডিভাইসে পুরনো অ্যানড্রয়েড সংস্করণগুলো চলছে। গুগল যদি নতুন ওএস বের করেই তবে তার সঙ্গে নতুন কি হার্ডওয়্যার আনতে পারে- এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। নেক্সাস ৭ ট্যাবলেটের নতুন সংস্করণ। গত বছরের আই/ও সম্মেলনে ঘোষিত এবং অত্যন্ত জনপ্রিয় ট্যাবলেটের নতুন সংস্করণ বের করার কথা অনেকদিন ধরেই। বুধবার অ্যানড্রয়েড সেন্ট্রাল নতুন ট্যাবলেটটির কিছু ছবি এবং ভিডিও প্রকাশ করলেও সাইটটি ওই ডিভাইসে অ্যানড্রয়েড ৪.৩ না অন্য কোন সংস্করণ চলছে তা নিশ্চিত করতে পারেনি। আরেকটি সম্ভাবনা হচ্ছে বহুল প্রতীতি মটো এক্স নামের স্মার্টফোনটির উন্মোচন। কিন্তু তাহলে গুগলের পাশাপাশি মটোরোলার কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা নয় কি? যাই হোক আর মাত্র চার দিন পরে জানা যাবে কি কারণে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে গুগল। ততদিন পর্যন্ত অ্যানড্রয়েডপ্রেমীরা ভাবতে থাকুন কি আনতে পারে প্রতিষ্ঠানটি। নতুন চমক জানতে এখন অপো করতে হবে।