বুধবার , ১৭ই এপ্রিল, ২০২৪ , ৪ঠা বৈশাখ, ১৪৩১ , ৭ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > ২৭ সেপ্টেম্বর থেকে ভারতের বিদ্যুৎ আসছে

২৭ সেপ্টেম্বর থেকে ভারতের বিদ্যুৎ আসছে

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৭ সেপ্টেম্বর ৫০ মেগওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসছে। পরীক্ষামূলক বিদ্যুৱ সঞ্চালনের জন্য ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার লিমিটেডের (এনটিপিসি) সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। অক্টোবরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং অথবা তার প্রেরিত প্রতিনিধি দুই দেশের মধ্যে বিদ্যুৎ বিনিময় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
দুই দেশের বিদ্যুৎ ক্রয়-বিক্রয় নিয়ে শেষ মুহূর্তের আলোচনা ও চুক্তি করতে বুধবার ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশে আসেন। বৃহস্পতিবার পিডিবি কার্যালয়ে এ চুক্তিতে বাংলাদেশের পক্ষে পিডিবি সচিব আজিজুল ইসলাম ও ভারতের পক্ষে এনটিপিসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান বিদ্যুত্ ভেপার নিগমের (এনভিভিএন) প্রধান নির্বাহী কর্মকর্তা এনকে শর্মা স্বাক্ষর করেন। এজন্য পিডিবিকে ৩ কোটি ৫৯ লাখ টাকা দিতে হবে। আগের বিদ্যুৎ্ ক্রয় চুক্তির অধীনে এটি সম্পূরক চুক্তি। পিডিবি জানায়, পরীক্ষামূলক সরবরাহের আগে ভারতকে ৩ কোটি ৫৯ লাখ টাকা পরিশোধ করতে হবে। পরে ওই টাকা মূল বিলের সঙ্গে সমন্বয় করা হবে।
জানা গেছে, বিদ্যুত্ আমদানির সঞ্চালন লাইন নির্মাণকাজ দুই দেশেই শেষ। এখন প্রাক-প্রস্তুতি চলছে। ২৩ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলকভাবে সঞ্চালন লাইনটি চালু করা হবে
পিডিবি জানায়, ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে আমদানি করা এ বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়বে ৬ টাকার ওপরে। বর্তমানে পিডিবি ইউনিট প্রতি গড় উৎপাদন ব্যয় ৫ টাকা। তবে ভাড়াভিত্তিক কেন্দ্রের বিদ্যুতের দাম আরো বেশি।