শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > শীর্ষ খবর > ২৯ প্লাটুন বিজিবি নেমেছে গাজীপুরে

২৯ প্লাটুন বিজিবি নেমেছে গাজীপুরে

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গাজীপুর সিটি নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে গাজীপুরে ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

রোববার সকাল থেকে বিজিবি সদস্যরা গাড়িতে করে গাজীপুর সিটির বিভিন্ন এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আগামী ২৭ তারিখ অর্থ্যাৎ নির্বাচনের পরদিন পর্যন্ত তারা নির্বাচনী এলাকায় নিরাপত্তাও সব ধরনের সহিংসতা বা অপ্রিতিকর পরিস্থিতি ঠেকানোর দায়িত্ব পালন করবেন।

মোতায়েন করা ২৯ প্লাটুন বিজিবির মধ্যে কোনাবাড়ি ও কাশিমপুর এলাকায় ৭ প্লাটুন, টঙ্গী এলাকায় ১০ প্লাটুন এবং জয়দেবপুর, বাসন চান্দনা চৌরাস্তা ও কাউলতিয়া এলাকায় ১২ প্লাটুন দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জীব কুমার দেবনাথ।

এছাড়া আরো বিজিবি সদস্য স্ট্যান্ডবাই রাখা হয়েছে। প্রয়োজনে তাদেরও মোতায়েন করা হবে বলে জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা।

সিটির ৫৭টি ওয়ার্ডের প্রতি দুইটিতে এক প্লাটুন করে বিজিবি দায়িত্ব পালন করবে। এক একটি প্লাটুন ২০ থেকে ৩০ জন বিজিবি সদস্য নিয়ে গঠিত বলে জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা।

এছাড়া নির্বাচনে সার্বিক নিরাত্তার জন্য র‌্যাব, পুলিশ, এপিবিএন, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১১ হাজার সদস্য মোতায়েন থাকবে বলে জানান তিনি। সূত্র: বিডিনিউজ২৪