শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > শীর্ষ খবর > ৩ ঘণ্টায় রাজধানীতে ৮১ মিলিমিটার বৃষ্টিপাত

৩ ঘণ্টায় রাজধানীতে ৮১ মিলিমিটার বৃষ্টিপাত

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

টানা কয়েকদিনের অসহ্য গরমের পর বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় কেবল ঢাকাতেই ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এর আগে গত ২৩ মে দেড় ঘণ্টায় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে রোজার দিনে সকালের বৃষ্টিতে নগরবাসীর গরম থেকে মুক্তি মিললেও বৃষ্টি শেষে যথারীতি পড়তে হয়েছে ভোগান্তিতে।

রাস্তাঘাটে জলাবদ্ধতার কারণে কর্মজীবী মানুষকে গন্তব্যে পৌঁছাতে বেগ পেতে হয়।

এরআগে গত চার দিনের অসহ্য গরমে হাঁপিয়ে উঠেছিল ঢাকাবাসী। গতকাল বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি ছিল কিশোরগঞ্জের নিকলীতে ৩৭ দশমিক ১ ডিগ্রি।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।