বুধবার , ১৭ই এপ্রিল, ২০২৪ , ৪ঠা বৈশাখ, ১৪৩১ , ৭ই শাওয়াল, ১৪৪৫

হোম > তথ্যপ্রযুক্তি > ৩ মাসে বিজ্ঞাপন থেকে ফেসবুকের আয় ১ হাজার কোটি ডলার!

৩ মাসে বিজ্ঞাপন থেকে ফেসবুকের আয় ১ হাজার কোটি ডলার!

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
এ বছরের তৃতীয় প্রান্তিকে উল্লেখযোগ্য হারে বেড়েছে ফেসবুকের মুনাফা। এর কারণ হলো জুলাই থেকে সেপ্টেম্বরের এই তিন মাসে বিজ্ঞাপন থেকে ফেসবুকের আয় হয়েছে এক হাজার কোটি ডলারেরও বেশি।

ফেসবুক জানিয়েছে, এক হাজার কোটি ডলারের মধ্যে মুনাফার পরিমাণ ৪৭০ কোটি ডলার যা আগের বছরের একই সময়ের থেকে ৮০ শতাংশ বেশি।ফেসবুকের আয় আগের বছরের তুলনায় ৪৭ শতাংশ বৃদ্ধিতে মূল ভূমিকা পালন করেছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলো।
তৃতীয় প্রান্তিকে আয়ে বড় উল্লম্ফন দেখা গেলেও চতুর্থ প্রান্তিকের আয়ে সাম্প্রতিক বিভিন্ন ঘটনাবলির প্রভাব পড়তে পারে। এর ফলে চলতি প্রান্তিকের আয় কমতে পারে বলেও আশংকা প্রকাশ করেছেন মার্ক জাকারবার্গ।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় রাশিয়া থেকে প্রকাশিত বিভিন্ন বিজ্ঞাপনের কারণে বেশ চাপে আছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এসব বিজ্ঞাপনের ব্যাপারে তদন্ত চালিয়ে যাচ্ছে দেশটির কংগ্রেস।