বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > ৩ সিটিতে নির্বাচন ৩০ জুলাই

৩ সিটিতে নির্বাচন ৩০ জুলাই

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনে ভোটগ্রহণ আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৯ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এক সভায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

প্রধান নির্বাচন কমিশনার জানান, আগামী ২৮ জুন থেকে মনোনয়নপত্র দাখিল শুরু হবে। ১ থেকে ২ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই। ৩ থেকে ৫ জুলাই মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপীল এবং ৬ থেকে ৮ জুলাই আপীল নিষ্পত্তি। এ ছাড়া ৯ জুলাই প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। এরপর ১০ জুলাই প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এই তিন নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যরা প্রচার প্রচারণায় নামতে পারবে না। তবে অন্য এলাকার এমপিরা প্রচার-প্রচারণা করতে পারবে কি-না তা এখনো চূড়ান্ত হয়নি।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খুলনা সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে আমরা সন্তুষ্ট।

এ ছাড়াও আগামী ২৫ জুলাই পাঁচটি পৌরসভা ও পাঁচটি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। সারাবাংলা