শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > খেলা > ৪২ বলে আফ্রিদির ঝড়ো সেঞ্চুরি

৪২ বলে আফ্রিদির ঝড়ো সেঞ্চুরি

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অনেক দিন আগেই। যতদিন দিন ছিলেন ব্যাট হাতে বোলারদের সামনে রীতিমত আতঙ্ক হয়ে থাকতেন। নিজের দ্বিতীয় ওয়ানডেতেই গড়েছিলেন দ্রুততম সেঞ্চুরি। সাদা পোশাকেও সেঞ্চুরি ছিল এই তারকার।

তবে টি-টোয়েন্টি ক্রিকেটেই এতদিন কোনো সেঞ্চুরি ছিল না শহীদ আফ্রিদির। অবশেষে ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট ব্লাস্ট টি-টোয়েন্টি লিগে সেঞ্চুরির দেখা পেলেন এই তারকা। তাও আবার মাত্র ৪২ বলে।
ইরংশ ঈষঁন

সাধারণত শেষ দিকে ব্যাট করতে নামা আফ্রিদি প্রথম কোয়ার্টার ফাইনালে ওপেনিংয়ে ব্যাট করতে নামেন। উইকেটে নেমেই ঝড় তোলার আভাস দেন। প্রথম ওভারেই হাঁকান ৪টি চার। ফিফটি তুলে নেন ২০ বলে যা টি-টোয়েন্টিতে আফ্রিদির দ্রুততম। আর ৪২ বলে ১০ চার ও ৭ ছক্কায় বলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

এদিকে আফ্রিদির ১০১ ও অধিনায়ক ভিন্সের ৩৬ বলে ৫৫ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২৪৯ রান তোলে হ্যাম্পশায়ার। বড় লক্ষ্য তাড়ায় ১৪৮ রানেই অলআউট হয়ে যায় ডার্বি। ফলে ১০১ রানের ব্যবধানে জয় পায় হ্যাম্পশায়ার।ৃ