মঙ্গলবার , ১৬ই এপ্রিল, ২০২৪ , ৩রা বৈশাখ, ১৪৩১ , ৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > খেলা > ৪ হাজারি ক্লাবে মাহমুদউল্লাহ

৪ হাজারি ক্লাবে মাহমুদউল্লাহ

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
ওয়ানডে ক্রিকেটে ৪ হাজার রানের ক্লাবের সদস্য হলেন বাংলাদেশের মিডলঅর্ডার ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের মুখোমুখি হন টাইগাররা। সেই ম্যাচে ৩২ রান করেন তিনি। এতে দেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ৪ হাজার রানের ক্লাবে প্রবেশ করলেন সাইলেন্ট কিলার।

পরিসংখ্যান বলছে, এদিন খেলতে নামার আগে ১৮৫ ম্যাচে ১৬০ ইনিংসে মাহমুদউল্লাহর রান ছিল ৩৯৯৪। মাইলফলক স্পর্শ করতে তার দরকার ছিল মাত্র ৬ রান। বাংলাদেশ ব্যাটিং ইনিংসে ৩৪তম ওভারে তৃতীয় উইকেট পতনের পর ক্রিজে যান তিনি। আর ৩৯তম ওভারের দ্বিতীয় বলে জিম্বাবুয়ের অফস্পিনার ওয়েসলি মাধভেরেকে স্কয়ার লেগ দিয়ে বাউন্ডারি মেরে ৪ হাজারি ক্লাবে ঢুকে যান এ ব্যাটার।

শেষ পর্যন্ত ২৮ বলে ২ চার ও ১ ছক্কায় ৩২ রান করেন মাহমুদউল্লাহ। তার আগে বাংলাদেশের হয়ে ৪ হাজার রানের ক্লাবে ঢুকেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। এখন পর্যন্ত তামিম ৬৯১৬, সাকিব ৬৩২৩ এবং মুশফিক ৬১১৯ রান করেছেন।