শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > জাতীয় > ৫০০০ যাত্রী হজে যেতে পারছেন না

৫০০০ যাত্রী হজে যেতে পারছেন না

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ নেতিবাচক রিপোর্ট থাকায় প্রায় পাঁচ হাজার হজযাত্রী হজে যেতে পারছেন না। এখনও পুলিশের বিশেষ শাখা (এসবি) খোঁজখবর নিচ্ছে। চলছে পুলিশ ভেরিফিকেশন। গত ২রা সেপ্টেম্বর স্পেশাল ব্রাঞ্চ সর্বশেষ পুলিশ প্রতিবেদন ধর্ম মন্ত্রণালয়ে জমা দিয়েছে। সরকারি হজ পোর্টালে যা ঝুলছে। বেশির ভাগ ব্যক্তির রিপোর্টে বয়স কম হওয়া, নাম-ঠিকানা খুঁজে না পাওয়াসহ কয়েকটি কারণ দেখানো হয়েছে। আগামী ৯ই সেপ্টেম্বরের মধ্যে সংশোধিত নাম- ঠিকানা জমা দেয়ার জন্য এজেন্সিগুলোকে অনুরোধ জানানো হয়েছে। হজ অফিসের কর্মকর্তারা বলছেন, এটা চূড়ান্ত কোন পুলিশ রিপোর্ট হয়। এখনও হজযাত্রী ও এজেন্সিগুলো যাতে দ্রুত যোগাযোগ করে পুলিশ ভেরিফিকেশন শেষ করে নিতে পারে এজন্য এই তালিকা দেয়া হয়েছে। এ সম্পর্কে হজ এজেন্সিগুলোর সংগঠন ‘হাব’-এর নেতারা বলেছেন, এত বিপুল সংখ্যক হজযাত্রীর নেতিবাচক রিপোর্ট অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। এখন হজযাত্রী ও এজেন্সিগুলোর কাছ থেকে শেষ বেলায় নানা অজুহাতে ঘুষ নিয়ে রিপোর্ট দেয়ার অসৎ উদ্দেশ্যেই এই তালিকা দেয়া হয়ে থাকতে পারে। ধর্ম মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ হজ ম্যানেজমেন্ট পোর্টাল’ নামে ওয়েবসাইটে তালিকাটি দিয়ে বলা হয়েছে, ‘সব হজ এজেন্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হজ-২০১৩ সালের পুলিশ ভেরিফিকেশন চলছে। এ পর্যন্ত পাওয়া পুলিশ প্রতিবেদন নিম্নে দেয়া হলো। উল্লিখিত হজযাত্রীদের তালিকায় দেখা যায় বেশির ভাগ বয়সই ৫৫ থেকে নিচের দিকে। আর ফলের ঘরে লেখা আছে ‘তদন্তাধীন’ এবং ‘নাম-ঠিকানা পাওয়া যায়নি’। এজেন্সির নাম ও নম্বর উল্লেখ করে প্রদত্ত তালিকায় হজযাত্রীদের নাম-ঠিকানা ও পাসপোর্ট নম্বর থেকে শুরু করে মোবাইল নম্বর পর্যন্ত দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাসপোর্ট থাকা সত্ত্বেও হজযাত্রীদের গত কয়েক বছর আলাদা পুলিশ ভেরিফিকেশন করা হচ্ছে। হজের নামে আদম পাচার রোধের অংশ হিসেবেই আলাদা এই ভেরিফিকেশন করা হচ্ছে বলে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে হাব নেতারা প্রতি বছরই এ নিয়ে হয়রানির অভিযোগ করে আসছেন। এই বছরও হাবের পক্ষ থেকে এব্যাপারে ধর্ম মন্ত্রণালয় ও পুলিশের মহাপরিচালকের কাছে হয়রানির অভিযোগ করা হয়েছে। পুলিশ হজযাত্রীদের কাছ থেকে দুই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ঘুষ নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। নতুন ভেরিফিকেশনে পুলিশ হজযাত্রীর বয়স, আর্থিক ক্ষমতা, আগে হজ করেছেন কিনা, হজে গিয়ে ফিরে আসবেন কিনা ইত্যাদি জানতে চাইছে। গতকাল এই রিপোর্টের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে কয়েকটি এজেন্সি মালিক ও হাবের নেতারা বিস্ময় প্রকাশ করে বলেন, এই ধরনের ঘটনা আর কখনও ঘটেনি। যেখানে একবার পাসপোর্টের সময় পুলিশ ভেরিফিকেশন হয় সেখানে আলাদা ভেরিফিকেশনের কোন প্রয়োজনই ছিল না। এ বছর বাংলাদেশ থেকে সর্বশেষ হিসাব অনুযায়ী ৯০ হাজার দু’জন হজে যাচ্ছেন। এর মধ্যে ৮৮ হাজার ৪১১ জন যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায় আর গাইডসহ ১৫৯১ জন সরকারি ব্যবস্থাপনায়। ৬২৮টি এজেন্সি এবার হজ ব্যবস্থাপনার কাজ করছে।