শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > ৬ মাস নিষিদ্ধ জেসি রাইডার

৬ মাস নিষিদ্ধ জেসি রাইডার

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ ডোপ পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় ৬ মাসের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার ডেসি রাইডার। এ বছর ২৪শে মার্চ নিউজিল্যান্ডের ঘরোয়া দল ওয়েলিংটনের হয়ে মাঠে নামার সময় ড্রাগ পরীক্ষায় করা হয় তার। এরপর ১৯শে এপ্রিল নিউজিল্যান্ড স্পোর্টস ট্রাইব্যুনালে ড্রাগ টেস্টে ফলাফল পজিটিভ আসায় তাকে প্রাথমিকভাবে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয়। তবে তিনি তখনই দাবি করেছিলেন যে, ওজন কমানোর উপাদান হিসেবে ওষুধগুলো নিয়েছিলেন। পারফরম্যান্স বৃদ্ধির কোন উদ্দেশ্য তার ছিল না। রাইডারের এ দাবি মেনে নেন ট্রাইব্যুনাল। তবে অতিরিক্ত পরীক্ষায় তার শরীরে দু’টি ড্রাগের উপস্থিতির কথা নিশ্চিত করে নিউজিল্যান্ড ক্রীড়া ট্রাইবুনাল গতকাল এক বিবৃতি দিয়েছে। এ অপরাধে জেসি রাইডার নিষিদ্ধ হতে পারতেন দুই বছরের জন্য। কিন্তু ওজন কমানোর জন্য ওষুধ নিয়েছেন বিবেচনা করে মাত্র ছয় মাসের নিষেধাজ্ঞার মাধ্যমেই পার পেয়ে গেলেন নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান। তার নিষেধাজ্ঞা শেষ হবে ১৯শে অক্টোবর।
মদ্যপান ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য ক্যারিয়ারজুড়েই আলোচিত প্রতিভাবান এই ক্রিকেটার। কখনও ঘুষি মেরে রুমের কাঁচ ভেঙে, কখনও মদ পান করে বারবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। সর্বশেষ তিনি খবরের শিরোনাম হন গত ১৮ই মার্চ। ডোপ টেস্টের ৪ দিন পর সেদিন ভোররাতে ক্রাইস্টচার্চে পানশালার বাইরে তার ওপর হামলা চালায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। মাথায় প্রচণ্ড আঘাত পাওয়া রাইডারকে সঙ্গে সঙ্গে নেয়া হয় হাসপাতালে। অচেতন অবস্থায় দু’দিন নিবিড় পরিচর্যার পর জ্ঞান ফেরে তার। এর আগে গত বছর ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ান রাইডার।