শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > ৭ নভেম্বর পর্যন্ত সংসদ অধিবেশন চলবে

৭ নভেম্বর পর্যন্ত সংসদ অধিবেশন চলবে

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের চলতি অধিবেশন আগামী ৭ নভেম্বর পর্যন্ত চলবে। বুধবার বিকেলে কার্যউপদেষ্টা কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বুধবার বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের মুলতবি অধিবেশন শুরু হয়।সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে ছিলেন।

সংসদ সচিবালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেছেন, “ বৈঠকে ১৯তম অধিবেশন আগামী ৭ নভেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়েছে। এরপর তা আর বাড়বে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে স্পিকারকে দায়িত্ব দেয়া হয়েছে।”টানা ১৩ দিন বিরতির পর বিকেল পাঁচটায় আবার বসছে সংসদের অধিবেশন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে নবম জাতীয় সংসদের ১৯তম এ অধিবেশনের তৃতীয় পর্ব শুরু হবে।

এর আগে ১৯তম এ অধিবেশনে দুই দফা বিরতি দেয়া হয়। সর্বশেষ ঈদের আগে গত ৯ অক্টোবর রাত ৯ টা ৩২ মিনিটে স্পিকার সংসদ অধিবেশন স্থগিত করেন।

বিরোধী দলের ধারাবাহিক অনুপস্থিতিতে শেষ হয় চলতি অধিবেশনের দুই পর্ব। এখন পর্যন্ত বিরোধী দলের সংসদে যোগ দেয়া নিয়ে সংশয় রয়েছে। দুই দফায় ১২ কার্য দিবস শেষ হয় ৯ অক্টোবর।

এর আগে গত ১২ সেপ্টেম্বর শুরু হওয়া এ অধিবেশনের প্রথম পর্ব শেষ হয় ১৯ সেপ্টেম্বর। এরপর ৩০ সেপ্টেম্বর শুরু হয় চলতি অধিবেশনের দ্বিতীয় পর্ব।

বর্তমান নবম জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছিল ২০০৯ সালের ২৫ জানুয়ারি। সংবিধান অনুযায়ী আগামী ২৪ অক্টোবর শেষ হওয়ার কথা বর্তমান সংসদের মেয়াদ। সে হিসেবে এটাই হবে মহাজোট সরকারের শেষ অধিবেশন।চলতি অধিবেশনের স্বাগত বক্তব্যে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী বলেছিলেন এ অধিবেশন চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। সংবিধান অনুযায়ী ২৫ জানুয়ারির মধ্যে ১০ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানেরও আশাবাদ ব্যক্ত করেন স্পিকার।

চলতি অধিবেশন শুরুর আগে বিএনপিসহ ১৮ দলীয় জোটের সংসদ সদস্যরা সংসদে যোগ দেয়ার কথা বললেও শেষ মুহূর্তে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বিরত থাকেন। বিরোধী দলহীন এ অধিবেশন ছিল অনেকটাই প্রাণহীন। জমে ওঠেনি সংসদ।