শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > জাতীয় > ৮২ আসনে জাতীয় পার্টির প্রার্থী চূড়ান্ত

৮২ আসনে জাতীয় পার্টির প্রার্থী চূড়ান্ত

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ তৃণমূল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ৮০টি সংসদীয় আসনের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করেছে জাতীয় পার্টি। এসব প্রার্থীর এলাকায় নির্বাচনী কাজ করার জন্যও পার্টির পক্ষ থেকে গ্রিন সিগন্যাল  দেয়া হয়েছে। পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ২০০ আসনে প্রার্থীর তালিকার কথা বললেও দলের নির্ভরযোগ্য সূত্র ৮০ আসন চূড়ান্ত করার কথা বলেছে। সূত্র জানায়, প্রতিটি আসন থেকে ৩-৪ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম পাঠানো হয় কেন্দ্রে। সেই তালিকা থেকে বেশির ভাগ ক্ষেত্রে প্রথম ব্যক্তিকে প্রাধান্য দিয়ে পার্টির চেয়ারম্যান, মহাসচিব, দপ্তর সম্পাদকসহ বাছাই কমিটি বসে এ তালিকা তৈরি করেন। এ তালিকা নিয়েই আগামী নির্বাচনে জোটগতভাবে অথবা একক নির্বাচনে দরকষাকষি করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান। যাদেরকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে তারা হলেন- ঠাকুরগাঁও-৩: হাফিজ উদ্দীন আহমেদ, নীলফামারী-১: জাফর ইকবাল সিদ্দিকী, নীলফামারী-৩: কাজী ফারুক কাদের, লালমনিরহাট-২: মো. মজিবুর রহমান, লালমনিরহাট-৩: গোলাম মোহাম্মদ কাদের, রংপুর-১: আসিফ শাহরিয়ার, রংপুর-২, আনিসুল ইসলাম মণ্ডল, রংপুর-৩: বেগম রওশন এরশাদ/ হুসেইন মুহম্মদ এরশাদ, কুড়িগ্রাম-১: এ.কে.এম মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম-৩: একেএম মাঈদুল ইসলাম, গাইবান্ধা-১: আব্দুল কাদের খান, গাইবান্ধা-৩: ড. টি. আই. এম ফজলে রাব্বি চৌধুরী, নাটোর-১: এম. এ তালহা, সাতক্ষীরা-২: আলহাজ আব্দুল জব্বার, সাতক্ষীরা-৪: এইচ এম গোলাম রেজা, বরিশাল-৩: গোলাম কিবরিয়া টিপু, বরিশাল-৬: এবিএম রুহুল আমিন হাওলাদার, টাংগাইল-৫: মো. আবুল কাশেম, কিশোরগঞ্জ-৩: মুজিবুল হক চুন্নু, মানিকগঞ্জ-২: সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, ঢাকা-১৭: হুসেইন মুহম্মদ এরশাদ, নারায়ণগঞ্জ-৫: নাসিম ওসমান, মৌলভীবাজার-২: নওয়াব আলী আব্বাস খান, বি-বাড়িয়া-২: এডভোকেট জিয়াউল হক মৃধা ও চট্টগ্রাম-৪: ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। ঠাকুরগাঁও-১: সুলতানুল ফেরদৌস, দিনাজপুর-৬: দেলোয়ার হোসেন, নীলফামারী-৪: আলহাজ শওকত চৌধুরী, লালমনিরহাট-১: মেজর (অব.) খালেদ আকতার, রংপুর-৪: করিম উদ্দিন ভরসা, রংপুর-৫: এস এম  ফকরুজ্জামান জাহাঙ্গীর, রংপুর-৬: নুরে ইসলাম যাদু, কুড়িগ্রাম-২: তাজুল ইসলাম, কুড়িগ্রাম-৪: গোলাম হাবিব দুলাল, গাইবান্ধা-২: আব্দুর রশীদ সরকার, জয়পুরহাট-১: কাজী আবুল কাশেম রিপন, জয়পুরহাট-২: মো. তিতাস, রাজশাহী-৩: শাহাবুদ্দিন বাচ্চু, রাজশাহী-৫: অধ্যাপক আবুল হোসেন, নাটোর-২: মজিবুর রহমান সেন্টু, কুষ্টিয়া-১: কোরবান আলী, কুষ্টিয়া-২: আহসান হাবিব লিংকন, যশোর-৬: মাওলানা সাখাওয়াত হোসেন, নড়াইল-১: মেজর (অব.) আশরাফুল আলম, খুলনা-১: সুনীল শুভ রায়, সাতক্ষীরা-১: সৈয়দ দিদার বখত, সাতক্ষীরা-৩: এডভোকেট স. ম সালাউদ্দিন, পটুয়াখালী-১: এবিএম রুহুল আমিন হাওলাদার/নাসরীন জাহান রতœা, পিরোজপুর-১: মোস্তফা জামাল হায়দার, পিরোজপুর-৩: ডা. রুস্তম আলী ফরাজী, জামালপুর-১: এম এ সাত্তার, মযমনসিংহ-৭: এম এ হান্নান, ময়মনসিংহ-৮: ফখরুল ইমাম, নেত্রকোনা-১: ফকির আশরাফ, মানিকগঞ্জ-৩: এম হাবিবুল্লাহ, মুন্সীগঞ্জ-২: শেখ সিরাজুল ইসলাম, মুন্সীগঞ্জ-৩: হাজী কলিম উল্লাহ, ঢাকা-৩: এড. সালমা ইসলাম, ঢাকা-৪: আবু হোসেন বাবলা, ঢাকা-৫: মীর আব্দুস সবুর আশু, ঢাকা-৯: অধ্যাপক দেলোয়ার হোসেন খান, ঢাকা-১২: কাজী ফিরোজ রশীদ, ঢাকা-১৯: শেরীফা কাদের, গাজীপুর-২: ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী মাহমুদ হাসান, গাজীপুর-৩: খন্দকার আব্দুস সালাম, গাজীপুর-৫: নুরুল ইসলাম এমএ, নরসিংদী-১: এড. মোস্তফা জামাল বেবী, নারায়ণগঞ্জ-২: আলমগীর শিকদার লোটন, নারায়ণগঞ্জ-৩: মৌসুমী হোসাইন অনন্যা, ফরিদপুর-৪: আবুল হোসেন, সুনামগঞ্জ-১: এড. মজিদ মাস্টার, সুনামগঞ্জ-৪: দেওয়ান জয়নাল আবেদীন, সিলেট-৫: সাব্বির আহমদ, সিলেট সদর: হুসেইন মুহম্মদ এরশাদ (সম্ভাবনা বেশি), হবিগঞ্জ-২: শংকর পাল, নোয়াখালী-৩: সালাউদ্দিন আহমেদ, চট্টগ্রাম-৫: জিয়াউদ্দিন আহমেদ বাবলু, চট্টগ্রাম-৯: মোরশেদ মুরাদ ইব্রাহিম, কক্সবাজার-৪: কবির সওদাগর ও কক্সবাজার-৩: হাজী মৌলভী ইলিয়াস। এছাড়া, কুমিল্লা-১১তে কাজী জাফর আহমেদ, কুমিল্লা-৪ আসনে অধ্যাপক ইকবাল হোসেন রাজুর মনোনয়নও চূড়ান্ত। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দু’দফায় ১০৩ ও ১১৪ জন প্রার্থীর সাক্ষাৎকার নেন। সেখান থেকে বাছাই করা এ তালিকা নিয়ে জোট-মহাজোটে যাওয়ার দরকষাকষি করবেন তিনি।
উল্লেখ্য, নবম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের শরিক দল জাতীয় পার্টিকে ৪৩টি আসন দেয়া হলেও সেখান থেকে পরবর্তীতে ১৪টি আসনে আবার আওয়ামী লীগের প্রার্থীও রাখা হয়। দলীয় প্রার্থীর নির্বাচনের বিষয়ে জানতে চাইলে পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় জানান, ২৪০টি আসনের প্রার্থীর বিষয়ে যাচাই বাছাই কাজ চলছে। তবে কতটি আসনে প্রার্থী চূড়ান্ত হয়েছে তা জানাতে রাজি হননি তিনি। প্রেসিডিয়ামের এ সদস্য জানান, নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া হতে পারে বলে দলীয়ভাবে এখনই প্রার্থীদের নাম প্রকাশ করা হচ্ছে না।