সোমবার , ২৭শে মে, ২০২৪ , ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ , ১৮ই জিলকদ, ১৪৪৫

হোম > শীর্ষ খবর > কাপাসিয়া উপজেলা হাসপাতালের নার্স-কর্মচারীসহ করোরায় আক্রান্ত ১৮, সর্বমোট ৩৫

কাপাসিয়া উপজেলা হাসপাতালের নার্স-কর্মচারীসহ করোরায় আক্রান্ত ১৮, সর্বমোট ৩৫

শেয়ার করুন

আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কাপাসিয়ায় বুধবারের সর্বশেষ আরো ১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও জরুরী বিভাগের কর্মচারীসহ সাতজন এবং স্বাস্থ্য সহকারী ছয়জন রয়েছেন।
স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে টিকাদানের কাজ করলেও তারা করোনার নমুনা সংগ্রহের দায়িত্বে ছিলেন। তরগাঁও গ্রামের আক্রান্ত তিনজন সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে তাদের বাড়িতে আসেন। এছাড়া সিংহশ্রী ইউনিয়নে জ্বর-ঠান্ডায় মৃত একব্যক্তিকে নিয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার ফলে অপর দু’জন করোনায় আক্রান্ত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সালাম সরকার বলেন, আক্রান্তদের সবাইকে তাদের নিজ বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। তারা পর্যবেক্ষণে আছে, শারীরিক অবস্থা বিবেচনা করে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয়া হবে। এর আগে প্রথম দস্যুনারায়ণপুর এলাকার ছোঁয়া এগ্রো প্রোডাক্টের ১৩ শ্রমিকসহ ১৭ জনের করোনা শনাক্ত হয়। কাপাসিয়ায় বুধবারের ১৮ জন আক্রান্তসহ মোট আক্রান্ত ৩৫ জন।