স্টাফ রিপোর্টার ॥
দাঁড়িপাল্লা প্রতীক বাতিল নিয়ে শিগগিরই গেজেট প্রকাশ হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রশাসনিক আদেশ ন্যায় বিচারের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ যেন আর কোন রাজনৈতিক দল ব্যবহার করতে না পারে সে লক্ষ্যে দেয়া সুপ্রিম কোর্টের আদেশে সাড়া দিয়েছে কমিশন। এতে সংসদ নির্বাচনে দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দ থাকা ৬৫টি প্রতীকের যায়গায় থাকছে ৬৪টি।
ফেব্রুয়ারিতে বিদায় নিচ্ছে বর্তমান নির্বাচন কমিশন। তবে এর আগে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনে একটি খসড়া প্রস্তাবনা তৈরি করছে কমিশন। নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ থেকে দাঁড়িপাল্লা প্রতীক বাতিল হলেও এ আদেশ শিগগিরই গেজেট হিসেবে প্রকাশ করা হচ্ছে।
এছাড়া, সংসদ নির্বাচনে কোন প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে হলে রিটার্নিং কর্মকর্তা এতদিন তা সরাসরি কমিশনে পাঠাতেন। পরে আপিলও করতে হতো নির্বাচন কমিশনেই। তাই নির্বাচন কমিশন এ ক্ষমতা রিটার্নিং কর্মকর্তাকেই দেয়ার পক্ষে।
গত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতায়, গণপ্রতিনিধিত্ব আদেশে বেশ কিছু সংশোধনী এনে প্রস্তাবের খসড়া তৈরির কাজ চলছে বলেও জানিয়েছেন নির্বাচন কমিশনার ।