রবিবার , ২৬শে মে, ২০২৪ , ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ , ১৭ই জিলকদ, ১৪৪৫

হোম > সারাদেশ > কাপাসিয়ায় প্রধান শিক্ষকের উপর হামলা

কাপাসিয়ায় প্রধান শিক্ষকের উপর হামলা

শেয়ার করুন

মীর মাসুদ করিম
কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়ায় স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে পাবুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হেকিমের উপর হামলা চালিয়েছে স্থানীয় দুর্বৃত্তরা। আহত প্রধান শিক্ষককে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় উপজেলা থেকে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে যাওয়ার সময় পুরাতন বাসট্যান্ড (বরুন রোডে) এ ঘটনা ঘটে।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরা পাবুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হেকিমের উপর হামলার ঘটনা নিশ্চিত করেছেন।
প্রধান শিক্ষকের ভগ্নিপতি আবুল হোসেন জানান, পাবুর গ্রামের আনিছুর রহমান আরিফের সহযোগী বাদল, মকুল ও নজরুল সহ একদল দূর্বৃত্ত লোকমান হেকিমের উপর হামলা করে।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, পাবুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হেকিমের উপর হামলা করে তাঁর দাঁত ভেঙ্গে ফেলে। এ ব্যাপারে লোকমান হেকিম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।